Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপা ডেল রে
ফাইনালের আগে ‘অতি আত্মবিশ্বাসী’ থাকবে না বার্সা

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫ ১৩:১১

ফাইনালের আগে অনুশীলনে ব্যস্ত বার্সা

কোপা ডেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছেন তারা। ফাইনালের আগে জমে উঠেছে কথার লড়াই। এই মৌসুমে আগের দুই দেখায় রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেওয়া বার্সেলোনা কি এবারও এগিয়ে থেকেই মাঠে নামবে? বার্সা মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং বলছেন, ফাইনালের আগে অতি আত্মবিশ্বাসী হচ্ছেন তারা।

এই মৌসুমে রিয়ালের বিপক্ষে দুইবার মাঠে নেমেছে বার্সা। লা লিগার প্রথম দেখায় গত বছরের শেষভাগে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। এই বছরের শুরুতে সুপারকোপার ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। দুই ম্যাচেই বার্সার কাছে পাত্তাই পায়নি রিয়াল।

বিজ্ঞাপন

মৌসুমে তৃতীয়বারের মতো রিয়ালের বিপক্ষে নামছে বার্সা। গত দুই দেখায় দাপুটে জয়ের সুবাদে কোপা ডেল রের ফাইনালের আগে অনেকেই তাই বার্সাকে এগিয়ে রাখছেন। ডি ইয়ং অবশ্য এটার সঙ্গে একমত নন, ‘বার্সা ও রিয়ালের ম্যাচটা বরাবরই বিশেষ কিছু। এখানে কেউ এগিয়ে থেকে মাঠে নামে না। দুই দলেরই জয়ের সমান সম্ভাবনা আছে। সবশেষ দুই ম্যাচের ফলাফল এখানে কোনো প্রভাব ফেলবে না। আমরা শুধুই ফাইনাল নিয়ে ভাবছি। এই ম্যাচটা জিততে চাই। পরেরগুলো নিয়ে পরে ভাবা যাবে।’

কোপা ডেল রের ফাইনালের আগে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের মূল স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। গত কয়েক ম্যাচ ধরেই গোল পেতে বেশ হ্যাপা পোহাতে হচ্ছে বার্সাকে। মায়োর্কার বিপক্ষে ৪০টি শট নিয়ে মাত্র এক গোল পেয়েছেন তারা রিয়ালের বিপক্ষে ফিনিশিংয়ে নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারে বার্সা, ধারণা করা হচ্ছে এমনটাই।

ডি ইয়ং অবশ্য ফিনিশিং নিয়ে ভাবছেন না, ‘অনেকেই ভাবতে পারেন আমরা গোল পাওয়া নিয়ে ভুগছি। এটা স্বাভাবিক ব্যাপার। সব ম্যাচে আপনি ৩-৪ গোলে জিতবেন না। এবার আমাদের ট্রেবল জয়ের সুযোগ আছে। দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। আমরা ভালো কিছুর অপেক্ষায় আছি।’

বিজ্ঞাপন

আজ রাত ২টায় এস্টাডিও লা কার্তুজে মুখোমুখি হবে বার্সা-রিয়াল।

সারাবাংলা/এফএম

কোপা ডেল রে ডি ইয়ং বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর