Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৪:২০ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৬:৩১

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের ১১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ এবং তা আগামী কাল রোববারও অব্যাহত থাকতে পারে। এদিকে একই সময় দেশের তিন বিভাগে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং এই বৃষ্টিপাতও অব্যাহত থাকতে পারে।

শনিবার (২৬ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পায়ে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে এ সময় দিন ও রাতের তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। এদিকে রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূখের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুকের সই করা পূর্বাভাস প্রতিবেদনে আরও বলা হয়, রোববার (২৭ এপ্রিল) রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য কমতে পারে।

সোমবারও রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অর্থাৎ এ সপ্তাহ জুড়েই দেশের কোথাও না কোথাও প্রতিদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সারাবাংলা/জেআর/এমপি

আবহাওয়া বৃষ্টির পূর্বাভাস মৃদু তাপপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর