Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৫:৩৫ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৫:৪৪

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের ধাক্কা লেগে ইউসুফ খান (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে নিমতলার কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ খান ফরিদপুরের সালথা থানার বাউশখালী গ্রামের বেদন খানের ছেলে।

হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকামুখী সড়কের সিরিজদিখানের কলাবাগানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ইউসুফ খান নিহত হয়। মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৫

আরো

সম্পর্কিত খবর