Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মেয়াদের প্রস্তাবে জামায়াতের ভিন্নমত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৯:০০ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২০:১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঢাকা: সংসদ, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মেয়াদের প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এ কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘সংবিধান নিয়ে কথা হয়েছে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। তবে আরও আলোচনা দরকার। আজ সব আলোচনা শেষ নাও হতে পারে।’

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে জামায়াতে ইসলামী একমত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দ্বিকক্ষবিশিষ্ট সংসদের রূপ, কাঠামো ও নির্বাচনপদ্ধতি নিয়ে আলোচনা শেষে বিস্তারিত জানাতে পারব।’

সংবিধান সংস্কার, বিচারব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করছে জামায়াতে ইসলামী। সংবিধান সংস্কার নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের আরও বলেন, ‘যেকোনো ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জনস্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াতে ইসলামী।’

এর আগে বৈঠকের শুরুতে তিনি বলেন, ‘ইতিবাচক, বাস্তবসম্মত সংস্কারে জামায়াতে ইসলামী পূর্ণ সহযোগিতা করবে। মানুষের মধ্যে ব্যাপক হতাশা আছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা বা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আসলেই স্বাধীন হয়েছি কি না সময় বলে দেবে। নতুন যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন অতীতের মতো হারিয়ে না যায়। সে জন্য আমাদের অনেক বেশি সাবধান হতে হবে। প্রয়োজনে কঠোর হতে হবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

ঐক্যমত্য কমিশন জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে ভিন্ন মত সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর