Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণ, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ২০:৪০

অভিযুক্ত শিক্ষক সাজিদ হাসান

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাজিদ হাসানের বিরুদ্ধে এক ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রাইভেট পড়ানোর সময় তাকে ধর্ষণ করা হয়।

শনিবার (২৬ এপ্রিল) দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন (ওসি) হুমায়ুন কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী ছাত্রী ধর্ষণ মামলা করেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত শিক্ষক সাজিদ হাসান দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক। সে উপজেলার মদনা গ্রামের মৃত ওহিদুল ইসলামের ছেলে।

ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ও মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়তো ভুক্তভোগী শিক্ষার্থী। প্রভাষক সাজিদ হাসান তাকে প্রাইভেট পড়তেন। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। গত ১ মার্চ বিকেলে প্রাইভেট পড়ানোর কক্ষে ফের ধর্ষণ করে। এদিকে বিয়ের কথা বললে তালবাহানা করতে থাকেন।

দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনা সত্য হলে সভা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোপূর্বেও একটি ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দিয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তযোগী ছাত্রী মামলা করেছে। রোববার (২৭ এপ্রিল) মেডিকরে চেকআপ করানো হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালত শিক্ষক সাজিদ হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

চুয়াডাঙ্গা ছাত্রীকে ধর্ষণ ধর্ষণ মামলা বিয়ের প্রলোভন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর