Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিপ্রবিতে বিষধর সাপের আতঙ্ক, মেডিকেলে নেই অ্যান্টি-ভেনম

গোবিপ্রবি করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৪:২৪

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি)

গোবিপ্রবি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিষধর সাপের উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বি-ব্লকের পেছনে, রিজার্ভ ট্যাংকের পাশে এবং ব্যাডমিন্টন কোর্টের নিকটে পদ্ম গোখরা সাপের বাচ্চা দেখা গেছে বলে জানান শিক্ষার্থীরা।

এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাপ দেখা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন করে তুলেছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. লিখন চন্দ্র বালা জানান, ‘বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে বর্তমানে কোনো অ্যান্টি-ভেনম মজুত নেই। তাছাড়া, অ্যান্টি-ভেনম প্রয়োগ একটি জটিল প্রক্রিয়া হওয়ায় মেডিকেল সেন্টারে তা দেওয়া সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘বিষধর সাপে কামড় দিলে দ্রুত নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইকরামুল ইসলাম বলেন, ‘প্রায়ই সাপ দেখা যাচ্ছে। আবাসিক এলাকায় এমন ঘটনা খুবই ভয়ংকর। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’

বিজিই বিভাগের শিক্ষার্থী মাসুম বলেন, ‘মেডিকেলে অ্যান্টি-ভেনম না থাকা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। এমনকি কেউ যদি সাপে কাটা পড়ে, সঙ্গে সঙ্গে সাহায্য পাওয়ার উপায় নেই– এটা খুব ভয়াবহ একটা ব্যাপার।’

এ বিষয়ে সহকারী প্রক্টর মুজাহিদুল ইসলাম জানান অ্যান্টি ভেনমের বিষয়ে আমরা জানতাম না। দ্রুত অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম বাড়ানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

অ্যান্টি ভেনম আতঙ্ক সাপ

বিজ্ঞাপন

হিজলায় বজ্রপাতে গৃহবধূ নিহত
২৭ এপ্রিল ২০২৫ ২২:১৮

আরো

সম্পর্কিত খবর