Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে ইসির গেজেট

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ২২:৩৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২২:৫০

ইশরাক হোসেন। ফাইল ছবি

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৭ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ জয়ী ঘোষণা করেন আদালত। নির্বাচনি ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা দেন।

ওইদিন রায়ে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা সরকারের গেজেট বাতিল করা হয়। সেইসঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, সিটি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আট জনকে বিবাদী করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। তারা শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/পিটিএম

ইশরাক টপ নিউজ ডিএসসিসি মেয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর