মেয়র হিসেবে শপথ নেবেন কি ইশরাক, মেয়াদ-ই বা কতদিন!
২৯ এপ্রিল ২০২৫ ২২:০৬
ঢাকা: ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাই এখন সবার প্রশ্ন, বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র হিসেবে কবে শপথ নিচ্ছেন? তিনি কি আসলেই শপথ নিতে পারবেন? ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ কি এখনো আছে? থাকলে আর কতদিন?
কত মাসের জন্য মেয়র ইশরাক
ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার গতবছরের আগস্টেই দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে। মেয়রের জায়গায় বসানো হয় প্রশাসক। তা যদি না-ও হতো, তাহলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ থাকতো আর মাস তিনেক।
কারণ, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। আর মেয়ররা দায়িত্ব নেন ১৬ মে। এর পর জুনের প্রথম সপ্তাহে হয় প্রথম সভা। সেই হিসাবে দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে। কারণ, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-তে ‘সিটি করপোরেশনের মেয়াদ’ বিষয়ে বলা হয়েছে, ‘করপোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পাঁচ বছর হইবে।’
আবার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের তিন মাসে (এপ্রিল-জুন) নতুন নির্বাচন হওয়ার কথা। কেননা সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।
এখন মেয়াদের জন্য (তিন মাস) নাকি নতুন যোগ দেওয়ার পর থেকে মেয়াদ শুরু হবে- তা এখনই বলা যাচ্ছে না। তাই বিশেষজ্ঞরা বলছেন ইসি, স্থানীয় সরকার বিভাগ, আইনজীবী, আদালত- সর্বোপরি সরকারের সিদ্ধান্তের ওপর তা নির্ভর করবে।
নতুন গেজেট অনুযায়ী শপথ কবে
সিটির মেয়রদের শপথ পাঠ করান সরকারপ্রধান। সেই হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছেই শপথ পড়তে হবে ইশরাককে। তবে ইশরাক শপথ নেবেন কি না, কিংবা কবে শপথ হবে- তা এখনো নিশ্চিত নয়। জানা গেছে, নতুন মেয়রের শপথ আয়োজনের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগের কাছে গেজেটের কপি পাঠানো হবে। তার পর শপথের বিষয়ে সিদ্ধান্ত।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের যেকোনো দিন শপথ গ্রহণের দিন নির্ধারণ হতে পারে। যদিও আদালতের রায়ের পর ইশরাক আগেই জানিয়েছিলেন, শপথ নেবেন কি না তা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এর আগে ২৪ এপ্রিল নিৰ্বাচন কমিশনে প্রধান নিৰ্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে তার মেয়াদ কতদিন হবে তা গেজেট হওয়ার পর আইনজীবী প্যানেলের সঙ্গে বসে নির্ধারণ করবেন।
এদিকে সম্প্রতি ইশরাকের আগে আরও একজন আদালতের রায়ে মেয়র হওয়ার সুযোগ পেয়েছেন। ভোটের সাড়ে তিন বছর পর ২০২৪ সালে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা জিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হয়েছেন বিএনপির শাহাদাত হোসেন। নির্বাচনি ট্রাইব্যুনাল ১ অক্টোবর শাহাদাতকে মেয়র ঘোষণা করে রায় দেওয়ার পর নির্বাচন কমিশন কপি নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়। আইনি জটিলতা না থাকায় এক সপ্তাহের মাথায় গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। গত বছর ৩ নভেম্বর চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ নেন শাহাদাত হোসেন।
যা বলছেন বিশেষজ্ঞরা
ইশরাক হোসেনের শপথ গ্রহণ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট আবদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বর্তমান আইনে বিচার বিভাগ থেকে রায়ের পর মেয়র হিসেবে শপথ গ্রহণ বা মেয়াদের বিষয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তাই দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাকের বিষয়ে সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।’
এ প্রসঙ্গে নির্বাচনবিষয়ক সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম সারাবাংলাকে বলেন, ‘বিষয়টি যেহেতু নতুন, আর এটা আদালতের মাধ্যমে এসেছে। তাই দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ বা মেয়াদের বিষয়ে স্পষ্ট হতে আদালতের শরণাপন্ন হওয়া যায়। কারণ, আমাদের বর্তমান আইনে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই।’
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। এ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ তাপস, প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল। আর ২৭ এপ্রিল নির্বাচনে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এখন গেজেট পরবর্তী নিয়ম অনুযায়ী মেয়রের শপথ গ্রহণের কথা। কিন্তু শপথ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।
সারাবাংলা/এনএল/পিটিএম
ইশরাক হোসেন গেজেট ঢাকা দক্ষিণ সিটি করপেরেশন নির্বাচন কমিশন মেয়র হাইকোর্ট