চ্যাম্পিয়নস লিগ
আর্সেনালের মাঠে জিতে ফাইনালের পথে পিএসজি
৩০ এপ্রিল ২০২৫ ০৮:৪২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১০:৫৫
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে উড়ছিলেন তারা। উড়তে থাকা আর্সেনালকে মাটিতে নামিয়ে আনল পিএসজি। সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে তাদের মাঠেই হারিয়েছে পিএসজি। উসমান ডেম্বেলের গোলে আর্সেনালকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের খুব কাছে পৌঁছে গেছে ফরাসি ক্লাবটি।
এই মৌসুমে এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগে অপরাজিত ছিল আর্সেনাল। পিএসজির বিপক্ষেও জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আর্টেটার দল। দলে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে গানার্সরা। ৪ মিনিটের মাথায় পিএসজিকে লিড এনে দেন ডেম্বেলে। খাভিচা কাভারাৎস্খেলিয়ার অ্যাসিস্টে দারুণ এক শটে বল জালে জড়ান ডেম্বেলে।
গোল শোধে মরিয়া আর্সেনাল প্রথমার্ধের প্রায় পুরোটা জুড়েই ছিল ছন্নছাড়া। হাফ টাইমের ঠিক আগে সাকা ও মার্টিনালি দুটি দারুণ সুযোগ নষ্ট করলে ম্যাচে ফেরা হয়নি আর্সেনালের। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় আর্সেনাল। তবে রাইসের ক্রসে মিকেল মেরিনোর গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৫৬ মিনিটে দারুণ এক সেভে আর্সেনালকে হতাশ করেন ডোনারুমা। ম্যাচের অন্তিম মুহূর্তে আবার গোলের সুযোগ নস্ট করেন মার্টিনালি।
ম্যাচের শেষভাগে লিড দ্বিগুণের সুযোগ এসেছিল পিএসজির সামনে। বার্কোলা ও রামোস গোল না পেলে এক গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।
আগামী ৮ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির মাঠ পার্ক ডি প্রিন্সে মুখোমুখি হবে দুই দল।
সারাবাংলা/এফএম