Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি নেতাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৩:০৩

আটক তিন আসামি।

নাটোর: জেলার সিংড়া উপজেলার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিন জনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

আটকরা হলেন- শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে শেরকোল ইউনিয়নের শাহীবাজার এলাকা থেকে তিন জনকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে শেরকোল ইউনিয়নের রাণীনগর স্লুইসগেট এলাকা থেকে দুই ট্রাক ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন তারা।

ট্রাক দুটি নাটোর-আত্রাই আঞ্চলিক সড়কপথ দিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে উঠে শেরকোল শাহী বাজারে পৌঁছালে এর গতি রোধ করেন শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তার অনুসারীরা। এ সময় ট্রাকচালকের কাছে চাঁদা দাবি করেন তারা। চাঁদা দিতে অস্বীকার করলে জয়নাল ও তার লোকজন ট্রাক আটকে রাখেন।

এ সময় ধানের মালিক আবু বক্কর ফোন করে বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ধানের মালিক আবু বক্কর বলেন, ‘ট্রাক আটকে চাঁদা নেওয়ার ঘটনাটি সেনাবাহিনীর সদস্যদের জানালে তারা দ্রুত ব্যবস্থা নেন। রাতেই থানায় মামলা করেছি।’

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে তিন জনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে দিয়ে গেছে। রাতেই মামলা রেকর্ড করা হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

ধানের ট্রাকে চাঁদাবাজি বিএনপি নেতাসহ আটক ৩ সিংড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর