কোরিয়ান ইপিজেডে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু
১ মে ২০২৫ ১৩:৫৩ | আপডেট: ১ মে ২০২৫ ১৫:৩৫
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এলাকায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।
বৃহস্পতিবার (১ মে) সকালে আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেডের অভ্যন্তরে পুরাতন ইটের টিলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হল- রোহান ও মিজবাহ। তাদের বয়স আনুমানিক ১২ বছর। উভয়ের বাড়ি উপজেলার বৈরাগ ইউনিয়নে।
আহতরা হল- একই এলাকার বাসিন্দা সিয়াম (১১) ও সিফাত (১২)।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কয়েকজন শিশু-কিশোর পাহাড়ের পাদদেশে খেলছিল। এসময় হঠাৎ পাহাড় ধসে পড়ে।
স্থানীয়রা মাটিচাপা অবস্থা থেকে চার শিশুকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/আরডি/এমপি