Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে গোসলে নেমে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ২৩:৫৮

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: জেলার গজারিয়া উপজেলার মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ৬টার দিকে গজারিয়া উপজেলার চর রমজানবেগ গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকাল তিনটার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই যুবক।

মৃত ওই যুবকের নাম ইমাম হোসেন নয়ন (২৫)। সে নারায়ণগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকার জাকির হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে নয়ন সবার ছোট। পড়াশোনার পাশাপাশি বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতেন িতনি।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মে দিবসের ছুটিতে অফিস বন্ধ থাকায় সহকর্মী ও বন্ধুদের সঙ্গে বেড়াতে মিনি কক্সবাজারখ্যাত নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকায় যান তিনি। পরে বিকাল ৩টার দিকে গোসল করতে মেঘনা নদীতে নেমে নিখোঁজ হন। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা ৯৯৯-এ কল দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬ টার দিকে ঘটনাস্থলের অদূরে নদীর চর রমজানবেগ গুচ্ছগ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত কুমার জানান, ‘খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/পিটিএম

গোসল নদী বন্ধু মৃত্যু যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর