ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বায়ুমান
২ মে ২০২৫ ০৯:৪১ | আপডেট: ২ মে ২০২৫ ১৩:০৩
ঢাকা: শুক্রবার ছুটির দিনেও রাজধানী ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর। বায়ু দূষণের তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১৬১। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
শুক্রবার (২ মে) সকাল ৮টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে।
বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথমস্থানে রয়েছে বাগদাদের ইরাক শহর। যার স্কোর ২৯৭। ১৭২ স্কোর নিয়ে কুয়েত শহরের কুয়েত আছে দ্বিতীয় স্থানে।
সূচক অনুযায়ী ঢাকার মতো ইরাক, কুয়েত আর ভিয়েতনামের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তার তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
এজন্য যারা বাহিরে যাচ্ছেন তাদেরকে মুখে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেয় গবেষক ও চিকিৎসকরা।
সারাবাংলা/এফএন/এমপি