Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের রাজনীতি এদেশে আর হবে না: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৪:৩২ | আপডেট: ২ মে ২০২৫ ১৭:০১

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে তারা এ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে তখন উপায় হচ্ছে একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে। তা ৫ আগস্টে হয়েছে।’

নাহিদ ইসলাম বলেছেন, ‘সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার এই তিনের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘একটি গণঅভ্যুত্থান দেশে হয়েছে, সেখানে এদেশের জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে। জনরোষে পড়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। এরপরে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এ আলোচনা আসতে পারে না। তারা রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কী হবে, সেটাই বিষয়।’

নাহিদ বলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে অতিদ্রুত তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ও বিচারের মাধ্যমে আমরা তাদের বিষয়ে একটি চূড়ান্ত ফল পাব।’

সারাবাংলা/এফএন/এমপি

আওয়ামী লীগ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর