ওয়ানডে স্ট্যাটাস পেল আরব আমিরাত নারী ক্রিকেট দল
৩ মে ২০২৫ ১৪:৪৬ | আপডেট: ৩ মে ২০২৫ ১৪:৫৯
ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার লক্ষ্যে বেশ কয়েক বছর ধরেই লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন তারা। শেষ পর্যন্ত ২০২৫ সালে এসে বহুল কাঙ্ক্ষিত সেই ওয়ানডে স্ট্যাটাস পেল আরব আমিরাতের নারী ক্রিকেট দল। তাদের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার দিনে এই মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দল।
আজকের আগ পর্যন্ত নারী ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দলের সংখ্যা ছিল ১৬। এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্যের দেশ আছে ১১টি। এই তালিকায় আইসিসির সহযোগী দেশের সংখ্যা ছিল ৫টি। থাইল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ডের সঙ্গে এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরব আমিরাতও।
আইসিসির নতুন তালিকায় বদলে গেছে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দেশগুলোর তালিকা। সহযোগী দেশের মধ্য থেকে এই মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। নতুন প্রকাশিত র্যাংকিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া, ১০ম স্থানে আছে বাংলাদেশ।
ওয়ানডে স্ট্যাটাস পেতে হলে বা ধরে রাখতে হলে ৩-৪ বছরের মধ্যে অন্তত ৮টি ওয়ানডে ম্যাচ খেলতে হবে যেকোনো দলকে। আরব আমিরাত গত কয়েক বছর ধরেই নিয়মিতভাবে খেলে যাচ্ছে এই ফরম্যাটে। অন্যদিকে খুব বেশি মাঠে নামেনি যুক্তরাষ্ট্র। এই কারণেই এবারের চক্রের শুরুতেই ওয়ানডে স্ট্যাটাস হারালেন তারা।
সারাবাংলা/এফএম