Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের ভাষার শুদ্ধতা, করবে রক্ষা তারুণ্যর স্বকীয়তা


২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩১

রাজপথের তাজারক্ত, সংগ্রাম কিংবা ত্যাগের অপার সম্মিলন বাংলা ভাষা। শোষণের নামে ভাষার উপর আঘাত নেমে আসলেও বাঙালিরা দমে যায়নি। সালাম, বরকত, রফিক, জব্বাররা দেখিয়েছেন পথ। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি ঠিকই তবে প্রতিনিয়ত একপ্রকার গলাটিপে বিকৃত করছি বাংলা ভাষাকে। একদিন অপমানবোধ থেকে এই জাতি ঢেলে দিয়েছিল তাজারক্ত, আর আজ সেই জাতিই কিনা অপমানহীনতায় নির্লজ্জের মতো অপমানিত করে চলেছে নিজেদের।

বিজ্ঞাপন

রাস্তা দিয়ে চলাফেরার সময় সাইনবোর্ডের অশুদ্ধ বানান, বাংলিশ শব্দচয়ন, উচ্চশিক্ষায় পুরোপুরি ইংরেজিকে প্রাধান্য দেওয়া, সময়ের সঙ্গে টিকে থাকতে সরাসরি ইংলিশ মিডিয়াম স্কুলের গণ্ডিতে ঢুকে পড়া, স্বাভাবিক কথাবার্তায় বাংলিশ (বাংলা, ইংরেজির সংমিশ্রিত রূপ) ব্যবহার আমাদের নিত্যদিনের পরিচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুগের সাথে টিকে থাকতে অবশ্যই ইংরেজি ভাষা জানার দরকার আছে, তবে কি তা মাতৃভাষা শিক্ষার পথকে রুদ্ধ করে দিয়ে? নিজের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়ে অতিলাভের আশায় বিপথগামী হওয়াটাকে আধুনিকতা বলে না।

বিজ্ঞাপন

বর্তমান সময়ের বিভিন্ন বিজ্ঞাপন, আধুনিক গান এবং ওয়েব সিরিজে হাস্যরস বাড়ানোর নামে যুক্ত করা হচ্ছে অশ্লীল সংলাপ, বাংলিশ বিকৃত নানা শব্দ। ফেসবুক, ইউটিউব এর সহজসাধ্য প্লার্টফর্ম ব্যবহার করে অনেকেই হয়ে উঠছেন সেলিব্রেটি। জনপ্রিয়তা ধরে রাখার স্বার্থে তারা এসব বিষয়কে উস্কে দিচ্ছে প্রতিনিয়ত। তরুণ প্রজন্মের বিকৃত একটি অংশ সেগুলোতে মাতোয়ারা, বাকিরা সুস্থতার খোঁজে ভক্ত হয়ে যান ভিনদেশি সংস্কৃতির। সবকিছুর বেড়াজালে নিয়মিত বিকৃত হয়ে অস্তিত্ব সংকটে রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা। ভাষার ভাষ ফেব্রুয়ারি এলেই বিষয়গুলো আমাদের ভাবিয়ে তোলে। বাকিটা সময় স্রোতের তালে আমরাও হারিয়ে ফেলি নিজের বিবেককে, অস্তিত্বকে।

বাংলা ভাষা খাদের কিনারায় অবস্থান করছে, এটা নিয়ে সন্দেহ প্রকাশের কিছু নেই। এই দুরবস্থা থেকে উত্তরণ খুবই জরুরি। কিভাবে তা সম্ভব?

কাউকে যদি আমি প্রশ্ন করি, মাতৃভাষার চর্চা কিভাবে বাড়ানো যায়? অনেকেই হয়তো বলবেন, সকল ক্ষেত্রে মাতৃভাষা ব্যবহার করা। কিংবা অন্য ভাষার প্রভাব থেকে মাতৃভাষাকে মুক্ত রাখা। কিন্তু আমাদের বাঙালিদের ক্ষেত্রে এটা একটু অসম্ভবই বটে! এক সমীক্ষাতে বেরিয়ে এসেছে, ‘আমরা বাঙালিরা অধিকাংশ ক্ষেত্রে এক মিনিটও শুদ্ধবাংলায় কথা বলতে পারি না’। এটা কি আমাদের জন্য লজ্জাজনক নয়? আবার অনেকে বলতে পারেন, ইংরেজি লেখা সাইনবোর্ড বা ফেস্টুনগুলো ভেঙে দিলে হয়তো মাতৃভাষার সম্মান রক্ষা পাবে। আবার অনেকে বলবেন, শিক্ষাব্যবস্থায় ইংরেজির প্রাধান্য কমানো। তাহলে কি সারা বিশ্বের সঙ্গে তাল মিলাতে পারবো আমরা? সবাই বলবেন কখনোই সেটা সম্ভব নয়। তাহলে উপায় কি?

প্রকৃতপক্ষে, এভাবে সংস্কৃতি রক্ষা করা যায় না, যায়নি কোনো সময়ই। হিটলার পারেনি, রোমান সম্রাটও পারেনি, পাকহানাদার পশুরাও পারেনি। আমরা ভাষা নিয়েও উগ্রপন্থী হতে দুই মিনিট সময় নেই না। সংস্কৃতির বিকাশ হয় সৃজনশীলতার মাধ্যমে, ধ্বংসাত্মক মানসিকতা হীনম্মতার লক্ষণ। নিজের ভাষাকে ভালোবাসার অর্থ এই নয় যে অন্যের ভাষাকে ঘৃণা করতে হবে। এটা স্পষ্টভাবে বলা যায় ভাষার বিকাশ হয় সাহিত্যচর্চার মাধ্যমে। অন্যভাষাকে অশ্রদ্ধা করার মাধ্যমে কখনোই নয়।

লেখক: শিক্ষার্থী ,আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

ইত্যাদি এবার মোংলায়
২৪ নভেম্বর ২০২৪ ১৯:৩৪

বরবাদের আইটেম গানে নুসরাত
২৪ নভেম্বর ২০২৪ ১৯:২৬

আরো

সম্পর্কিত খবর