শেখ হাসিনা: জাতির নির্ভরযোগ্য অভিভাবক
২৮ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫৫
রাজনীতিবিদ পিতার ঘরে জন্ম নিলেও শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলের সভাপতি হবেন এবং পিতার অসমাপ্ত স্বপ্ন পূরণের দায়িত্ব তার ওপরই বর্তাবে এটা হয়তো তিনি নিজে কখনো ভাবেননি। তার পিতা, যার রক্তে মিশেছিল রাজনীতি, যিনি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি সেই শেখ মুজিবুর রহমানও তেমনটা ভাবেননি, হয়তো চানওনি। অথচ সেটাই হয়েছে এবং ইতিহাসই হয়তো এটা নির্ধারণ করে দিয়েছে।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি এখন বাংলাদেশের সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি। তিনি সোনার চামচ মুখে নিয়েও যেমন জন্ম নেননি, তেমনি আজকের জায়গায়ও অনায়াসে পৌঁছেননি। এক বিশেষ পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই তাঁকে এক কঠিন দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। নানা বাধা-বিপত্তি, বৈরিতা এবং প্রতিকূলতা মোকাবিলা করেই তাকে পথ চলতে হয়েছে, চলতে হচ্ছে। অদম্য মনোবল, সাহস এবং বিচক্ষণতার সঙ্গে তিনি দেশ এবং আওয়ামী লীগের মতো একটি বড় দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতির পিতার কন্যা এখন জাতির নির্ভরযোগ্য অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন এক অমিত সম্ভাবনার বাংলাদেশের।
শেখ মুজিব ছিলেন রাজনীতির মানুষ এবং একই সঙ্গে সাহসী মানুষ। কিন্তু তার আদরের কন্যা প্রিয় ‘হাচুমণি’কে রাজনীতির অনিরাপদ, অনিশ্চিত, ঝঞ্জাবিক্ষুব্ধ পথে না জড়ানোর জন্যই বুঝি কিছুটা তাড়াহুড়া করে বিয়ে দিয়েছিলেন একজন পরমাণু বিজ্ঞানীর সঙ্গে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, রাজনীতি থেকে দূরে রাখার পিতৃবাসনা পূরণ হলো না। বরং সেই মেয়েকেই রাজনীতিতে জড়াতে হলো, পিতার স্বপ্ন ‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো’র কঠিন দায়িত্ব, ঝুঁকিপূর্ণ কাজ নিজের কাঁধে তুলে নিতে হলো।
শিশুকালটা গোপালগঞ্জে কাটলেও শেখ হাসিনার শিক্ষাজীবন মূলত ঢাকা শহরেই কেটেছে। গত শতকের ষাটের দশক বাঙালির জাতির জন্য একটি অমূল্য সময়কাল। ষাটের দশক বাঙালির আত্মোপলব্ধি ও আত্মপরিচয় সন্ধানের এক উজ্জ্বল সময়। কেবল আইয়ুবের সামরিক শাসনের বিরুদ্ধে জনজাগরণ সৃষ্টি নয়, আরো নানা ঘটনাক্রমের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা বিকাশের প্রয়োজনীয় উপাদানগুলোও তখন ধীরে ধীরে অঙ্কুরিত হচ্ছিল। অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী ধারণা শক্তি অর্জন করে ওই সময়েই। শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আইয়ুব-মোনায়েমের চন্ডনীতি কার্যত তার জনপ্রিয়তাই বাড়িয়ে তুলছিল এবং তিনি হয়ে উঠছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। ছাত্র আন্দোলনেরও গৌরবোজ্জ্বল সময় হলো ষাটের দশক। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে শেখ হাসিনাও ছিলেন ওই সময়ের গৌরবের সমাচার রচনায় সক্রিয় যোদ্ধা। তিনি মিছিলে-স্লোগানে সোচ্চার ছিলেন। কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়ে নিজের নেতৃত্বগুণের পরিচয় দিয়েছিলেন। ছাত্রলীগের কর্মী হিসেবেই তিনি কেবল রাজনীতির পাঠ গ্রহণ করেননি, তার পরিবারই ছিল রাজনীতির বৃহত্তর পাঠশালা। বাবা শেখ মুজিব ছিলেন চিরউন্নত শির। তিনি অন্যায়ের কাছে মাথা নত করতে জানতেন না। জ্বলেপুড়ে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়! এই উন্নত শির, দুর্দমনীয় সাহসই শেখ মুজিবের গলায় একক জাতীয় নেতার বরমাল্য পরিয়েছিল। শেখ মুজিবের সাহস সংক্রমিত হয়েছিল স্ত্রী ফজিলাতুননেছার মধ্যেও। তাই স্বামীর কারাবাস কালে তিনি শুধু সংসারের হাল ধরেননি, বৃহত্তর আওয়ামী লীগ পরিবারেরও অভিভাবকের মতো ছিলেন তিনি। বাবা-মায়ের এই যুগলযাত্রা কন্যা শেখ হাসিনা কাছে থেকে দেখেছেন। পিতার শূন্যস্থান পূরণের চিন্তা তখন হয়তো ছিল না কিন্তু শেখ হাসিনা কখনো রাজনীতির দূরের মানুষ ছিলেন না। তিনি ছিলেন রাজনীতির কাছের মানুষ। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের যে পথযাত্রা তা তিনি ঘনিষ্ঠভাবে দেখেছেন এবং কিছুমাত্রায় সামিলও থেকেছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল ঘাতক সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের রাজনীতির সব হিসাবনিকাশ ওলটপালট করে দিল। বঙ্গবন্ধু এবং পরে জেলের ভেতর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল একটি সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। লক্ষ্য ছিল বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়া, আওয়ামী লীগ যাতে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে সেটা নিশ্চিত করা। ১৫ আগস্ট শেখ হাসিনা এবং ছোট বোন শেখ রেহানা দেশে ছিলেন না। থাকলে হয়তো তাদেরও আর জীবিত রাখতো না ঘাতকদল। ইতিহাসের বোধহয় এটা এক অসামান্য বিধান। ঘাতকদের বিচারের জন্য বেঁচে থাকলেন পিতার যোগ্য কন্যা।
১৫ আগস্টের হত্যাকাণ্ড আওয়ামী লীগকে কিংকর্তব্যবিমূঢ় করেছিল। তারপর আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারছিল না, ভেতরের-বাইরের নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ শক্তি হিসেবে দাঁড়াতে না পারায় ১৯৮১ সালে দলের বিশেষ কাউন্সিল অধিবেশনে দিল্লিতে অবস্থানরত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করা হয় । ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেন। তিনি এক বন্ধুর পথ পাড়ি দিয়ে দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগকে ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনেন। এক কথায় বলা যায়, তিনি অসম্ভবকে সম্ভব করেন। ১৯৭৫-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে – সেটা অনেক রাজনৈতিক পণ্ডিতের কাছেও ছিল অকল্পনীয়। আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখার অপচেষ্টা অনেকেই করেছে। এমন কি দলের মধ্যেও ছিল ‘ঘর শত্রু বিভীষণ’। শেখ হাসিনাকে দলের সভাপতি বানিয়ে যারা তাঁর মাথায় কাঁঠাল ভাঙার ফন্দি এঁটেছিলেন তাদেরও তিনি হতাশ করেন। অতি অল্প সময়ের মধ্যেই তিনি সবাইকে এটা বোঝাতে সক্ষম হন যে, তিনি শেখ মুজিবের কন্যা, তিনি কারো হাতের পুতুল হতে পারেন না।
শেখ হাসিনা মাত্র ৩৪ বছর বয়সে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন। আজ তাঁর বয়স ৭৭ বছর হলো। এখন তিনি সব দিক দিয়েই একজন পরিণত মানুষ। তিনি কেবল দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগেরই সভাপতি নন, তিনি সরকার প্রধান হিসেবেও বেশি সময়ের রেকর্ড সৃষ্টি করেছেন। টানা তিনবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই মেয়াদ শেষ হলে তাঁর প্রধানমন্ত্রীত্বের ২০ বছর পূর্ণ হবে। কয়েকটি দেশে স্বৈরশাসকদের টানা দীর্ঘ সময়কাল জুড়ে ক্ষমতায় থাকার রেকর্ড থাকলেও নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায় শেখ হাসিনাই হতে চলেছেন এক্ষেত্রে উজ্জ্বল ব্যতিক্রম।
শেখ হাসিনার রাজনৈতিক জীবনের এই দীর্ঘ চলার পথ ফুল বিছানো ছিল না। পদে পদে বিপদ এবং মৃত্যুর ঝুঁকি তাকে তাড়া করেছে। তাকে অনেক দফায় হত্যার অপচেষ্টা চলেছে। জীবনমৃত্যুকে পায়ের ভৃত্য করে তিনি এগিয়ে চলেছেন। একজন সফল সরকারপ্রধান হিসেবে তিনি আজ আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। তিনি ভূষিত হয়েছেন মর্যাদাপূর্ণ অসংখ্য পদক ও পুরস্কারে। তিনি যে তার জীবনকে মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করেছেন তার স্বীকৃতিও তিনি পেয়েছেন, পাচ্ছেন। তিনি এখন একদিকে যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, একই সঙ্গে তিনি একজন বিশ্বনেতাও বটে। তাঁর প্রশংসায় অকুণ্ঠ অনেক দেশের সরকার প্রধান। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির পথে চলেছে। বিশ্বসভায় বাংলাদেশ এক ভিন্নতর মর্যাদার আসন লাভ করেছে।
শেখ হাসিনা জাতির বিভিন্ন সংকটকালে সাহসী, দূরদর্শী ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা দেখিয়েছেন। বিএনপি-জামায়াতের মতো চিরবৈরি বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করে বঙ্গবন্ধু হত্যার বিচার ও রায় কার্যকর করা এবং যুদ্ধাপরাধীদের বিচার কাজ এগিয়ে নেওয়া একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে। সবাই যখন সংকট উত্তরণের কোনো ভালো সম্ভাবনা দেখেন না, তখনও তিনি একটা না একটা উপায় বের করে ফেলেন। কেউ কেউ মনে করেন, শেখ হাসিনার ওপর অতিনির্ভরতা ভালো লক্ষণ নয়। শেখ হাসিনা চাপিয়ে দেওয়া নেতা নন। তিনি দেশের মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর নিখাদ দেশপ্রেম তাঁকে মানুষের কাছে গভীরতর ভালোবাসার ঋণে আবদ্ধ করেছে। বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তাকেই পূর্ণতা দিতে চলেছেন শেখ হাসিনা। আজ এ কথা বলা যায় যে, শেখ হাসিনাই বাংলাদেশের স্বপ্ন পূরণের যোগ্য কাণ্ডারি। তাঁর মধ্যেই মূর্ত হয়ে উঠছে বঙ্গবন্ধুর বাংলাদেশ।
দেশে এবং দেশের বাইরে থেকেও বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার ধৈর্য ও সাহস শেখ হাসিনার আছে। যেখানেই মানুষের দুর্গতি, সেখানেই শেখ হাসিনার মানবিক দৃষ্টি প্রসারিত। মিয়ানমারের শাসকগোষ্ঠীর নির্যাতনে দেশত্যাগী ১২ লাখ মানুষকে নিজের পাতের অন্নের ভাগ দেওয়ার অঙ্গীকার করে তিনি যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়েছে। শেখ হাসিনা এমন একজন মানুষ যিনি অন্যের জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন নির্দ্বিধায়। শত প্রতিকূলতার মধ্যেও সামনে এগিয়ে যাওয়ার নেতৃত্বগুণ তাঁর ভেতর আছে। বাংলাদেশের মানুষকে এক ভিন্ন মর্যাদা ও আত্মবিশ্বাসের অধিকারী করেছেন শেখ হাসিনা। নিজেদের অর্থে পদ্মাসেতু নির্মাণের সাহস দেখিয়ে তিনি এটা প্রমাণ করেছেন যে বাংলাদেশকে দাবিয়ে রাখা আর কারো পক্ষে সম্ভব নয়।
শেখ হাসিনা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে এটা প্রমাণে সক্ষম হয়েছেন যে, তিনি যা পারেন, অন্য কেউ সেটা পারে না। তাঁর সাহস ও নেতৃত্ব ছাড়া বঙ্গবন্ধু হত্যার বিচার এবং একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে ঘাতক-দালালদের বিচার ও রায় কার্যকর করা সম্ভব হতো না। তিনি নিরলসভাবে কাজ করেন। শুধু দল ও রাষ্ট্র পরিচালনা নয়, একটু সময় পেলে তিনি লেখালেখি করেন। তাঁর লেখা কয়েকটি বই পাঠকপ্রিয়তা পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তিনটি বইয়ের পাণ্ডুলিপি উদ্ধার করে সেগুলো বই হিসেবে প্রকাশ করে তিনি অন্য এক শেখ মুজিবকে দেশবাসীর সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
যিনি কাজ করেন তিনি কিছু ভুলভ্রান্তিও করতে পারেন। ভুল মানুষই করে। তবে শেখ হাসিনা এমন কোনো বড় রাজনৈতিক ভুল করেননি বলেই তাঁকে তাঁর স্বপ্নপূরণের লক্ষ্য থেকে বিচ্যুত করা সম্ভব হয়নি। অবশয টানা ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের মধ্যে কিছু আবর্জনা জমেছে, এগুলো পরিষ্কারে তাঁকে আরো একটু বেশি মনোযোগী হতে হবে, প্রয়োজনে কঠোরতাও দেখাতে হবে। নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মজবুত ভিত্তি দিতে হবে।
শেখ হাসিনা কর্মঠ এবং সাহসী। তিনি প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন। ক্লান্তি তাঁকে অবসন্ন করে না। বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম তাঁকে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করে। মানুষের কল্যাণে যিনি তার জীবন উৎসর্গ করেছেন, যিনি বারবার অকপটে বলেছেন যে, তাঁর ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। তবে তাঁর অর্জনে যেসব নষ্ট-ভ্রষ্ট মানুষ কালি ছিটিয়ে দেওয়ার অপচেষ্টায় রত, যাদের দুষ্কর্ম সাধারণ মানুষের মনে বিরূপতা তৈরি করে তাদের শক্ত হাতে দমন করতেই হবে। মানুষের ভরসা তাঁর ওপরেই। ব্যক্তিবিশেষের প্রতি অনুকম্পা দেখাতে গিয়ে বিপুল জনগোষ্ঠীকে চটানো ঠিক হবে না।
৭৭তম জন্মদিনে কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণের সফল কারিগর শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাই, তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক
সারাবাংলা/এসবিডিই
বিভুরঞ্জন সরকার মত-দ্বিমত শেখ হাসিনা: জাতির নির্ভরযোগ্য অভিভাবক