সারাবাংলার আগামীর পথ চলা আরও সুন্দর হোক
৫ ডিসেম্বর ২০২৩ ২৩:৪০
দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘সারাবাংলা ডট নেট’ ৬ বছর পেরিয়ে ৭ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সব সাংবাদিক, সম্পাদনা বিভাগ এবং যারা এ অনলাইন পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সারাবাংলার পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি।
সারাবাংলা বাংলাদেশের পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি অনলাইন পত্রিকা। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সারাবাংলা সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে চেষ্টা করে। একই সঙ্গে সত্য তুলে ধরতে আপসহীন ভূমিকা পালন করে আসছে সারাবাংলা।
এ পত্রিকার প্রতিবেদনে দল-মত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখায় সবার প্রশংসা অর্জন করেছে। প্রতিষ্ঠার পর অল্পদিনে জনপ্রিয়তা অর্জন এবং অর্ধ যুগ পেরিয়েও সেই জনপ্রিয়তার মূল কারণ সংবাদ পরিবেশনে পত্রিকাটির আপসহীন অবস্থান ধরে রাখা। আগামী দিনেও সারাবাংলা এ ধারা অব্যাহত থাকবে, এটাই আমার বিশ্বাস।
সারাবাংলার বস্তুনিষ্ঠ, প্রাঞ্জল এবং সাবলীল সংবাদ পরিবেশনার মাধ্যমে সারাবাংলা ডটনেট আগামী ৬ ডিসেম্বর ষষ্ঠ বর্ষ অতিক্রম করে সপ্তম বর্ষে পদার্পন করবে। সারাবাংলা বিগত ৬ বছর ধরেই বাঙালির সাথে অটুট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে। রাজনৈতিক বিষয়াবলী, সামাজিক ঘটনাবলী কিংবা মুক্তিযুদ্ধভিত্তিক রচনায় সদা প্রগতিশীল দর্পণ হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সারাবাংলা। বস্তুনিষ্ঠ এবং সাবলীল সংবাদ প্রকাশে নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা অনলাইনপত্রিকা সারাবাংলা ডট নেট।
সময়ের তাগিদে সারাবাংলা অনলাইন বৈশাখী সংখ্যা, ঈদ সংখ্যা, পূজা সংখ্যা, ছাড়াও বিশেষ দিনে বিশেষ আয়োজন করে সংবাদ প্রকাশ করছে। তাদের বিশেষ সংখ্যা গুলো সম্পূর্ণ বিনামূল্যেই যে কেউ পাঠ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সারাবাংলা সমান তালে সত্য ও প্রাসঙ্গিক সংবাদ প্রকাশ করছে। অর্ধ যুগ ধরে মানুষের আস্থা অর্জন করা অনলাইন রয়েছে হরেক রকম ফিচার, রঙিন ছবি ও ভিডিও যা পাঠকের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে ধরা দিয়েছে।
সারা বাংলার অনলাইন রয়েছে বৈচিত্র্যতা এবং যুগোপযোগী কন্টেন্টের সমাহার। পাঠকদের আকৃষ্ট করতে এগুলো খুবই কার্যকর ভুমিকা রাখছে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তবাক চর্চার সংস্কৃতির সাথে জড়িয়ে নিয়েছে সারা বাংলা অনলাইন ডট নেট অনলাইন পত্রিকা। ২০১৭ সালে যাত্রা শুরু করে বাঙালি মুক্তিযুদ্ধের সপক্ষে ভূমিকা পালন করা অনলাইন পত্রিকাটি পাড়ি দিয়েছে শৈশবের পথ। আগামীতে শৈশব পেড়িয়ে কৈশোর সময় অতিক্রম করবে। যুগের সাথে তাল মিলিয়ে সারাবাংলা অনলাইনে প্রকাশিত হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ। সেই সাথে পাঠকের চাহিদা অনুযায়ী পরিবর্তন ঘটেছে সংবাদ প্রকাশের ধরন। সময়ে সাথে বদলে গেছে পাঠকের রুচি ও চাহিদা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষ্যে সারাবাংলার অনলাইনে নিয়মিত পাওয়া যায় জাতীয়, আন্তর্জাতিক , খেলা, বিনোদন, লাইফস্টাইল, টেক, ভিন্ন চোখ ও মতামত কলামে চমকপ্রদ সব সংবাদ। নির্ভরযোগ্য সংবাদের জন্য সারাবাংলার অনলাইন মাধ্যম আমার পছন্দের তালিকা সবসময়ই শীর্ষে। দেশের কোথায় কি হচ্ছে জানার জন্য আমি সারাবাংলায় চোখ রাখি। বিশেষ করে মতামত, মত-দ্বিমত, কবিতা, লাইফস্টাইল কলামের লেখাগুলো পড়ার প্রতি আমার আগ্রহ থাকে সর্বদা। আমার বেশ কিছু মতামত কলাম এবং কবিতা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সারাবাংলা। এ জন্য সারাবাংলার প্রতি কৃতজ্ঞতা রইলো। প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের অন্যতম গণমাধ্যম হিসেবে সারাবাংলা ডট নেট এর কাছে আমার প্রত্যাশা একটু বেশিই। যুগের সাথে তাল মিলিয়ে সারাবাংলা অনলাইন এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রয়োজন নতুনত্ব ও পাঠক চাহিদা অনুযায়ী কন্টেন্ট নিয়ে আসা। সময়ের সাথে তাল মিলিয়ে অনলাইন মাধ্যমে ভিডিও নিউজ ও ফিচার কন্টেন্ট সংখ্যা বৃদ্ধি করা উচিত বলে আমি মনে করি। যুগের সাথে সাথে এগিয়ে যাক প্রিয় অনলাইন পত্রিকা সারাবাংলা। আশাকরি সারাবাংলা নামটি পুরো বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিবে। সারাবাংলার প্রতি শুভকামনা ও ভালোবাসা থাকবে সবসময়।
জয়তু সারাবাংলা।
সারাবাংলা/এসবিডিই