Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাঁ খাঁ রোদে একটু প্রশান্তি


৬ জুলাই ২০১৮ ১৩:০৮

।। সিনিয়র ফটো করেসপন্ডেন্ট।।

ঢাকা:

মাটি, সবুজ ঘাস, রঙ্গিন পাতাবাহার, হলদে রঙ্গের ঘাসফুলগুলো যেন রাস্তায় উড়ে উড়ে যাচ্ছে। কংক্রিটের ঠাসবুননের এই শহরে এমন দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে।

 

যাত্রীদের আকর্ষণ করতেই এমন উদ্যোগ নিয়েছেন সিএনজি চালক শ্রী তপন চন্দ্র। নিজের না হলেও ভাড়া করা সিএনজিকেই মনের মতো করে সাজিয়েছেন তিনি।

সিএনজি’র ছাদে সবুজ দিয়েই ক্ষান্ত হননি তপন। ভেতরে আছে অক্সিজেন জার, থেকে শুরু করে আয়না, চিরুনীও। যাত্রী না উঠে কই যাবেন!

ভেতর-বাহির সবখানেই সবুজের ছোঁয়া, সাজানো গোছানো। বোঝাই যায় চালক তপন বেশ প্রকৃতিপ্রেমী।

সারাদিনের খাঁ খাঁ রোদের তাপে অতীষ্ঠ হয়ে কেউ নির্দিষ্ট গন্তব্যে ফিরতে চাইলে এমন সিএনজি কিন্তু মন্দ না!

ছবি: সিনিয়র ফটো করেসপন্ডেন্ট, হাবিবুর রহমান

সারাবাংলা/জেএএম

বিজ্ঞাপন

সাকিবদের টি-১০ লিগে হচ্ছেটা কী!
২৬ নভেম্বর ২০২৪ ১৩:৩৫

আরো

সম্পর্কিত খবর