চলছে শীতকাল। গাছে গাছে ঝরা পাতার গল্প ঝরলেও ফুলের বাগান কিন্তু জেগে উঠেছে। শীতের এই মাঝামাঝি সময়ে প্রকৃতি সেজেছে নানা রংয়ে। আর মাত্র কিছুদিন পরেই বসন্ত শুরু। নবপল্লবে বৃক্ষ সাজার আগেই ফুলের বাগান সেজেছে হরেক রকম ফুলে। শীতের মৃদু রোদ, হালকা বাতাস আর চারপাশে রঙিন প্রকৃতিতে চষে বেড়াচ্ছে হাজারো প্রজাপতি। ইট-কাঠ-পাথরের এই নগরীতেও প্রকৃতি মাঝে মাঝে রঙিন ক্যানভাসে সাজে। যেমন- রমনা পার্ক। নানান ফুলের সমারহে রমনা যেন পরিণত হয়েছে এক টুকরো জীবন্ত ক্যানভাসে। গণপূর্ত অধিদফতরের উদ্যোগে গত রোববার (১৮ জানুয়ারি) থেকে শুরু হয় তিন দিনব্যাপী ফুল উৎসব। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ উৎসবে যোগ দিতে আসে হাজারো দর্শনার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল এই আয়োজনের শেষ দিন। শেষ দিনের ফুল উৎসবের ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ফুল উৎসবে রমনায় প্রাণের উচ্ছ্বাস [ছবি]
সারাবাংলা/পিটিএম