ফুটপাতে মোটরসাইকেলের দৌরাত্ম্য
২৮ জুন ২০১৯ ১১:১৭
নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাজধানীতে বেপরোয়া গতিতে ছুটছেন মোটরসাইকেল চালকরা। অনেক ক্ষেত্রে তারা সিগন্যাল মানা তো দূরের কথা, ভিআইপি সিগন্যালও মানেন না। এর ওপর যোগ হয়েছে ফুটপাতে মোটরসাইকেল তুলে দেওয়া। দণ্ডনীয় অপরাধ হলেও রাজধানীর অধিকাংশ সড়কের ফুটপাতে মোটরসাইকেল চলাচল বন্ধের কোনো লক্ষণ দেখা যায় না। তাতে করে চলতি পথে দুর্ভোগে পড়তে হয় পথচারীদের। শুধু তাই নয়, ফুটপাতে মোটরসাইকেল চলার সময় দুর্ঘটনাও ঘটে থাকে। রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
সিগন্যাল মানার ধার ধারেন না মোটরসাইকেলচালকরা, মানেন না অন্য নিয়মগুলোও
ফুটপাতে মোটরসাইকেল চালানো দণ্ডনীয় অপরাধ, তবু দমিয়ে রাখা যায় না মোটরসাইকেলের চালকদের
সুযোগ পেলেই তারা ফুটপাতে তুলে দেন মোটরসাইকেল
তাতে পথচারীদের চলার পথটা আটকে যায়, সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের
কখনো কখনো হাঁটার জায়গা পাওয়াও মুশকিল হয়ে যায় মোটরসাইকেলের দৌরাত্ম্যে
পথচারীরা বিরক্ত হলেও তাদের যেন কিছুই করার নেই
কারণ পরিস্থিতি এমন, ফুটপাত যেন মোটরসাইকেলের বিশেষায়িত লেন
সারাবাংলা/টিআর