র্যাংকিংয়ে এক ধাপ অবনমন বাংলাদেশের
৩ মে ২০২৫ ১৭:৫৯
সর্বশেষ ১০ ম্যাচের একটিতে জয়, এরপর টানা ৯ টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর মার্জিনটা আরেকটু বড় করলে মাঠের পারফরম্যান্সের দৈন্যদশাটা আরও একটু স্পষ্ট হবে। সর্বশেষ ২৩ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর এর প্রভাব পড়ল র্যাংকিংয়েও। আইসিসির উইমেন্স টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। নেমে গেছে আয়ারল্যান্ডের নিচে।
গতকাল (শুক্রবার) মেয়েদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদের পর এই অবনমন হয়েছে বাংলাদেশের। আগের অবস্থান নবম থেকে দশম অবস্থানে নেমেছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে বাংলাদেশের স্থান দখল করেছেন আইরিশ মেয়েরা। মেয়েদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের হালনাগাদে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে প্রাধান্য দেয়া হয়েছে ৫০ শতাংশ। আর পরের এক বছরের পারফরম্যান্সকে বিবেচনা করা হয়েছে শতভাগ।
প্রথম বছরের ৫০ ভাগ বিবেচনার সময়ে ৩৬ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ১৩টি। একই সময়ে সমান সংখ্যক ম্যাচ খেলে আইরিশরা জিতেছে আরও ৭ ম্যাচ বেশি; ২০টি। আর পরের বছরের শতভাগ পারফরম্যান্সের বিচারে ১৭ ম্যাচে খেলে বাংলাদেশের জয় তিনটিতে। আয়ারল্যান্ড এই সময়ে ১০ ম্যাচে জ
৫০ ভাগ বিবেচনার সময়টাতে বাংলাদেশ ৩৬ ম্যাচের মধ্যে জিতেছে ১৩টিতে, ঠিক সমান ম্যাচ খেলে আইরিশরা জিতেছে ২০টিতে। শতভাগ বিবেচনার মেয়াদকালে বাংলাদেশের জয় ছিল ১৭ ম্যাচের মধ্যে কেবল তিনটিতে, আয়ারল্যান্ডের জয় ১০ ম্যাচের সাতটিতে। তাই বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে আয়ারল্যান্ড।
এই দুই দল ছাড়া র্যাংকিংয়ের শীর্ষ দশে আর কোনো বদল আসেনি। শীর্ষ তিনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত। চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা, ছয় নম্বর অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। সাতে শ্রীলংকা ও আট নম্বরে পাকিস্তান। সেরা দশের বাইরে উন্নতি হয়েছে থাইল্যান্ডের। দুই ধাপ এগিয়ে ১১-তম অবস্থানে উঠেছে তারা।
সারাবাংলা/জেটি
আইসিসি আইসিসি র্যাংকিং নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেট দল বিসিবি