‘দীর্ঘ মেয়াদি’ ওয়ানডে ও টেস্ট অধিনায়ক পাচ্ছে বাংলাদেশ
৪ মে ২০২৫ ২০:১১
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। ২০২৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে এই ফরম্যাটে বাংলাদেশের সর্বশেষ সিরিজেও অধিনায়কত্ব করেন এই ডানহাতি ব্যাটার। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সাক্ষাৎকারে লিটন নিজেও জানিয়েছেন, দীর্ঘ মেয়াদে দলের অধিনায়কত্ব পেলে নিতে রাজি তিনি। বিসিবিও আজ আনুষ্ঠানিকভাবে তাকে সেই দায়িত্ব দিল। আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সফর দিয়েই পূর্ণকালীন অধিনায়ক হিসেবে তার যাত্রা শুরু হবে।
এদিকে গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগ থেকেই অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন শোনা যায় নাজমুল হোসেন শান্তর। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ফরম্যাটের সিরিজ বাদ দিলে চ্যাম্পিয়নস ট্রফি, জিম্বাবুয়ে সিরিজেও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যদিও কেবল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্তই শান্তর অধিনায়কত্ব করার কথা ছিল। টি-টোয়েন্টি ছাড়লেও ওয়ানডে আর টেস্টে দলকে নেতৃত্ব দিতে চান তিনি, যদি দীর্ঘ মেয়াদে দায়িত্ব পান।
আজ (রবিবার) বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদী ফাহিমও জানিয়েছেন, দীর্ঘ মেয়াদে বাকি দুই ফরম্যাটের অধিনায়কত্ব দেয়া নিয়ে আলোচনা চলছে তাদের। খুব দ্রুতই ওয়ানডে ও টেস্টের অধিনায়কের নাম ঘোষণা হবে বলে জানান সাবেক এই কোচ।
‘ওয়ানডে, টেস্টেও আমরা দীর্ঘমেয়াদি অধিনায়কত্বে যাব। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। খুব দ্রুতই পঞ্চাশ ওভার ও টেস্ট অধিনায়কের ঘোষণা দেব। কারণ এটা খুব জরুরি। শূন্যস্থানটা যেন না থাকে। আমরা হয়তো দুই-আড়াই মাস পর টেস্ট খেলব। সিরিজের এক সপ্তাহ আগে হয়তো জানানো হয়। কিন্তু অধিনায়কের যে দায়িত্ব থাকে দল তৈরি করা, সেটা শুধু ম্যাচের সময় নয়, পুরোটা সময়জুড়েই থাকে। তাই আমরা যত বেশি সময় দেব, অধিনায়কের জন্য ভালো হবে। তাই খুব শিগগিরই বোর্ড থেকে সিদ্ধান্ত আসবে’, বলেন ফাহিম।
যদিও এই দুই ফরম্যাটের অধিনায়কত্বে বদল আসবে কিনা, সেটা এখনও নিশ্চিত হয়নি। যদি বিসিবি সূত্রে জানা গেছে, শান্তকেই দুই ফরম্যাটের অধিনায়ক হিসেবে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেয়ার কথা ভাবছে বোর্ড।
সারাবাংলা/জেটি