Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০৫ রান করেও হার, দায় শিশিরের?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১২:৩৮

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরব আমিরাতের কাছে দুই উইকেটে হেরেছে বাংলাদেশ

২০৫ রান করেও আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হার। শেষ দুই ওভারের নানান নাটকীয়তায় এক বল হাতে রেখে ২ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় ফিরল আমিরাত। আমিরাতের জন্য কেবলই একটা জয় নয়, এই ম্যাচ এসেছে জয়ের চেয়ে বেশি কিছু হয়ে। এত রান তাড়া করে আগে কখনোই টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জেতেনি তারা। এই হার মেনে নিতে কষ্ট হবে যে কোনো অধিনায়কেরই। বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও এর ব্যতিক্রম নন।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রেক্ষাপটে অবিশ্বাস্য হারের পর ম্যাচ প্রেজেন্টেশনে এসে অধিনায়ক লিটন জানালেন, কোথায় তাদের ভুল হলো। হারের ব্যবচ্ছেদ করতে গিয়ে তিনি বলেন, ‘যেকোনো হারই কঠিন, তবে এই উইকেটে আমারা অনেক ভালো ব্যাট করেছি। উইকেটও বেশ ভালো ছিল। কিন্তু যখন ওরা ব্যাট করেছে, শিশিরেরর জন্য সেটা সহজ হয়ে গেছে। আর মিস ফিল্ডিং, মিডল ওভারের বোলিং আমাদের ভালো হয়নি।’

বিজ্ঞাপন

প্রথমে কেবল দুই ম্যাচ খেলার কথা থাকলেও গতকাল আনুষ্ঠানিক ঘোষণায় অতিরিক্ত আরও একটি টি-টোয়েন্টি খেলার ঘোষণা এসেছে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছ থেকে। আগামী ২১ মে অনুষ্ঠেয় সেই ম্যাচেও থাকবে শিশিরের প্রভাব। দ্বিতীয় ম্যাচের হার থেকে এই বিষয়ে শিক্ষা নিয়ে পরের ম্যাচেও কাজে লাগাতে চান লিটন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে এই ধরনের ছোট মাঠে আপনি যখন খেলবেন, যেখানে শিশির অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়; আপনার বোলারদের আরও হিসেবী হতে হবে। রানা ওর শেষ ওভারের আগ পর্যন্ত যা করেছে, আমরা ওর কাছে থেকে আরও বেশি কিছু চেয়েছিলাম। তবে এমন ভালো দিন, খারাপ দিন আসবেই। আমরা এসব নিয়েই আলোচনা করব এবং ফিরে আসব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আরব আমিরাত ক্রিকেট বোর্ড নাহিদ রানা বাংলাদেশের আমিরাত সফর বিসিবি লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর