দেশ কিংবা বিদেশ; হোক বিশ্বকাপ কিংবা কোনো দ্বিপাক্ষিক সিরিজ, বাংলাদেশের ম্যাচ মানেই গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের উপস্থিতি। সংযুক্ত আরব আমিরাতেও চলতি টি-টোয়েন্টি সিরিজেও ব্যতিক্রম হয়নি। দুই ম্যাচেই গ্যালারিতে দেখা গেছে বাংলাদেশি প্রবাসী দর্শকদের। তারাই কণ্ঠ ছুঁড়ে উল্লাস করেছেন, উৎসাহ দিয়েছেন লিটন দাস-তানজিদ হাসান তামিমদের।
গত রাতে (সোমবার) শারজার গ্যালারিতে তেমনই এক সমর্থককে দেখা গেল। গায়ে বাংলাদেশ দলের জার্সি, মুখে হালকা হাসি। কিন্তু তাকে ব্যতিক্রমী করে তুলেছে তার হাতে ধরা একটি প্ল্যাকার্ড।
বাংলাদেশ তখন ব্যাট করছে আমিরাতের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে। চার বল হয়েছে, এরপরই ক্যামেরা ধরা হলো গ্যালারিতে। স্ক্রিনে ভেসে উঠল সেই সমর্থকের হাতে ধরা প্ল্যাকার্ডও। যেখানে ইংরেজি হরফে লেখা, ‘I will never get married untill Bangladesh win a world cup.’ বাংলায় অনুবাদ করলে যেটা দাঁড়ায়, ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি বিয়ে করব না’
বেশ রসিক সেই দর্শকের নাম ঠিকানা কিছুই জানা যায়নি এখনও। তবে যে প্রতিজ্ঞা তিনি করেছেন নিজের সাথে, সেটা সহসাই ভাঙবে না বলে মনে করেন দেশের অনেক ভক্ত-সমর্থক।
এখন পর্যন্ত বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ অর্জন শূন্য। বিশ্বকাপ দূর, জিততে পারেনি এশিয়া কাপের কোনো আসরও। বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য একবার কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়নস ট্রফিতে একবার সেমিফাইনাল খেলা। আর ট্রফির বিচারে আছে শুধু ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে জেতা একটা ত্রিদেশীয় সিরিজ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেবার ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ।