Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫ ১৪:৩৬

রোহির শর্মার পর ভারতের টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন শুবমান গিল

টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর ভারতের নেতৃত্বে তৈরি হয়েছে শূন্যতা। তার রেখে যাওয়া টেস্ট অধিনায়কের সিটটা কে পাচ্ছেন, সেটা নিয়েই ছিল গত কিছুদিনের আলোচনা। অবশেষে শুবমান গিলকেই টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। আজ (শুক্রবার) ইংল্যান্ড সফরের ভারত দল ঘোষণা হয়েছে শুবমানকে অধিনায়ক করে।

শুবমান আগে টেস্টে অধিনায়কত্ব না করলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জিম্বাবুয়ে সফরে ভারতের প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়ে গিলকে দেয়া হয় নেতৃত্বের ভার। অবশ্য ভারতের সাদা বলের দুই ফরম্যাটের সহ-অধিনায়ক ২৫ বছর বয়সী এই ব্যাটার।

বিজ্ঞাপন

শুবমানকে অধিনায়ক করা নিয়ে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, ‘আমাদের হাতে সম্ভাব্য যত অপশন ছিল সব নিয়েই কথা বলেছি। শেষ কয়েক বছর ধরেই শুবমানের ওপর আমাদের নজর ছিল। ড্রেসিংরুম থেকেও আমরা মতামত নিয়েছি এই ব্যাপারে। আশা করি, আমরা ঠিক মানুষকেই বেছে নিয়েছি নেতৃত্বের জন্য।’

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজে ভারতের সহ-অধিনায়ক হিসেবে আছেন রিশাভ পান্ট। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন করুন নায়ার, প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার সাই সুদর্শন। ১৮ সদস্যের দলে আছেন ছয় পেসার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর।

ইংল্যান্ড সফরের ভারত দল

শুবমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, রিশাভ পান্ট (সহ-অধিনায়ক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, সাই সুদর্শন, অভিমন্য ইশ্বরন, করুন নায়ার, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও আর্শদীপ সিং।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

অধিনায়ক বিসিসিআই ভারতের ইংল্যান্ড সফর শুবমান গিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর