Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে শুরু হচ্ছে ফাইনালে ওঠার লড়াই

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫ ১৬:৫৯

আজ রাতে আইপিএলে শুরু হচ্ছে প্লে অফের লড়াই

দেখতে দেখতে শেষাংশে এসে পৌঁছেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। ৭৪ ম্যাচের এই টুর্নামেন্টের বাকি আছে আর চার ম্যাচ। আজ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে প্লে অফ, ফাইনালে ওঠার লড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স নিশ্চিত করেছে প্লে অফ।

আজ রাতে প্রথম কোয়ালিফায়ারে নিউ চন্ডিগড়ে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে দুইয়ে থাকা দুই দল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে।

আগামীকাল রাতে এলিমিনেটরে খেলবে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল তারা। জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারে বিজিত দলের বিপক্ষে। আগামী ১লা জুন দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী দল ফাইনালে নামবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের সাথে।

বিজ্ঞাপন

পূর্ব সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রভাবে নতুন করে সাজানো হয়েছে সূচি। বদলে গেছে ভেন্যুও। পরিবর্তিত সূচি অনুযায়ী ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের দশম আসরের ফাইনাল। সব মিলিয়ে দ্বিতীয়বার এই মাঠে হতে যাচ্ছে আইপিএলের ফাইনাল।

সারাবাংলা/জেটি

আইপিএল আইপিএল ২০২৫ গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর