শ্রীলংকায় এখন পর্যন্ত ২৬ ওয়ানডে খেলেছে বাংলাদেশ, তার মধ্যে জয় মাত্র দুটিতে। তার শ্রীলংকাং কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। টাইগারদের সামনে আগামীকাল সেই সুযোগ।
শ্রীলংকার বিক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতেছিল স্বাগতিক শ্রীলংকা। দ্বিতীয় ম্যাচ জিতেচছে বাংলাদেশ। অর্থাৎ আগামীকাল ম্যাচ যে দল জিতবে শিরোপা তাদের।
তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন এটাকে দেখছেন ‘বড় সুযোগ’ হিসেবে। আজ অনুশীলনের ফাঁকে এসে বলে গেলেন, বাংলাদেশ যথেষ্ট আত্মবিশ্বাসও।
পারভেজ হোসেন ইমন বলেন, ‘আমাদের বড় সুযোগ, কালকের ম্যাচ জিতলে ভালো একটাসিরিজ জেতা হবে। সবার মধ্যে আবারও আত্মবিশ্বাস তৈরি হবে। আমরা সর্বশেষ ম্যাচ জেতার পর সবার মধ্যে ওটা তৈরি হচ্ছে, সবাই হাসিখুশি আছে। ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব, আমাদের কালকের ম্যাচটা জেতার, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৯ বল খেলে ৬৫ রান করেছেন ইমন। এই পারফরম্যান্স ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছে। কিছুদিন আগে টি-টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরি করেছিলেন ইমন। তরুণ এই ব্যাটার যতক্ষণ ক্রিজে থাকেন ততোক্ষণই ক্রিকেট বিনোদন!
ব্যাটিংয়ে ছোট থেকে কাকে অনুসরন করে এসেছেন? এমন প্রশ্নে ইমন বলেছেন, ‘তামিম (ইকবাল) ভাইয়ের খেলা অনুসরণ করতাম অনেক, বিরাট কোহলিও অনেকটা শেষের দিকে। এখন ট্রাভিস হেডের খেলা অনুসরণ করি।’
গত ম্যাচ জিতলেও তার আগের ম্যাচে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। ৫ রানে ৭ উইকেট হারিয়ে হঠাৎ করে মুখ থুবড়ে পরে বাংলাদেশ। পরে আর জিতা সম্ভব নয়। হৃদয় বলেন, ‘আমরা (ইনিংস) লম্বা করতে পারিনি সত্যি। আউট হওয়ার পর আমার অনেক খারাপ লাগছিল, হয়তো–বা সেট হয়ে আউট হয়েছি। উইকেট ভালো ছিল, সেঞ্চুরি করা যেত।’