তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে সহজেই হারিয়েছে শ্রীলংকা। ওয়ানডে সিরিজে ব্যাটিং ইউনিট ভুগিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপের ভণ্ডুল দশা অনেক দিনের। আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশ হারল সেই ব্যাটিং ব্যর্থতাতেই।
আজ সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ১৫৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। আধুনিক টি-টোয়েন্টিতে এই স্কোর মোটেও স্বাচ্ছন্দের নয়। শ্রীলংকা সহজে সেই টার্গেট পেরিয়েও গেছে। জবাব দিতে নেমে ১০ ওভারেই ১১১ রান তুলে ফেলে শ্রীলংকা। বাংলাদেশ ম্যাচ থেকে ততোক্ষণে ছিটকে পরেছে। শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
অবশ্য শেষ দিকে শ্রীলংকার রান তোলার গতি একটু কমেছিল বলে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়েছে ১৯তম ওভারে গিয়ে। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৯ রান তুলেছে শ্রীলংকা।
বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫৪ রানের পুঁজি নিয়ে জিততে হলে শুরুতেই উইকেট তুলে নিতে হতো বাংলাদেশকে। কিন্তু হয়েছে তার বিপরীত। ইনিংসের শুরুর দিকে শ্রীলংকার দুই ওপেনার বাংলাদেশি বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন।
প্রথম পাঁচ ওভারে ৭৮ রান তুলে ফেলে শ্রীলংকা। ১০ ওভার শেষে শ্রীলংকার রান ছিল ১ উইকেটে ১১১। এই অবস্থা থেকে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

লংকানদের ১৫৫ রানের টার্গেট দিয়েছেন বাংলাদেশ
এর আগে বাংলাদেশের ব্যাটিং ইনিংস হয়েছিল উড়ন্ত। পারভেজ হোসেন ইমন ইনিংসের শুরুতে দারুণ ব্যাটিং করেছেন। প্রথম পাঁচ ওভারে ৪৬ রান তোলে বাংলাদেশ। তানজিম হাসান তামিম ১৭ বলে ১৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে। তিনে নেমে লিটন দাস আজও সুবিধা করতে পারেননি। ১১ বলে ৬ রান করে ফিরেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
পারভেজ হোসেন ইমন ফিরেছেন তার পরপরই। ২২ বলে ৫টি চার ১টি ছয়ে ৩৮ রান করে ফিরেছেন ইমন। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। অনেক দিন পর দলে জায়গা পাওয়া নাঈম শেখ চার নম্বরে ব্যাট করতে নেমে ৩২ রান করতে খেলেছেন ২৯ বল। ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ২৩ বল খেলে করেছেন ২৯ রান। শামীম হোসেন পাটোয়ারী ৫ বলে ১৪ রান করলে দেড়শ পেরিয়ে গেয়ে বাংলাদেশ।
২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানে থেমেছে বাংলাদেশ। শ্রীলংকার পক্ষে মহেশ থিকসানা ২ উইকেট নিয়েছেন।