Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটনের রানে ফেরার দিনে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ২১:০৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ২১:৪৯

আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে দীর্ঘদিন অফ ফর্মে থাকা লিটন কুমার দাস আজ রানে পেয়েছেন। শেষ দিকে ব্যাটে ঝড় তুলেছিলেন শামীম হোসেন পাটোয়ারী। যাতে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচ তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আগে ব্যাটিং করতে নেমে ১৭৭ রানের স্কোর গড়েছে বাংলাদেশ। লিটন দাস তিনে নেমে ৫০ বলে করেছেন ৭৬ রান। শামীম ২৭ বলে ৪৮ রান করেছেন।

রোববার (১৩ জুলাই) ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। বাংলাদেশের দুই তরুণ ওপেনার আজ কিছুই করতে পারেননি। দুজনেই হার্ড হিটার হিসেবে পরিচিত বলে তাদের শুরুর ওপর বাংলাদেশের ইনিংস অনেকটা নির্ভরশীল।

বিজ্ঞাপন

দুজনের একজনও সুবিধা করতে পারেননি। তানজিদ হাসান তামিম ৩ বল খেলে আউট হয়েছেন শূন্য রানে। পারভেজ হোসেন ইমন ৮ বলে ৫ রান করে ফিরেছেন। তৃতীয় উইকেট জুটিতে দলকে টেনেছেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়।

লিটন দাস ইনিংসের শুরুর দিকে খোলসবন্দিই ছিলেন। তবে হৃদয় বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। তরুণ মিডল অর্ডার ব্যাটারের ইনিংসটা অবশ্য বড় হয়নি। ২৫ বলে ২টি চার ১টি ছয়ে ফিরেছেন ৩১ রান করে। পাঁচে নেমে মেহেদি হাসান মিরাজ ২ বলে ১ রান করে বিদায়।

লিটন সেট হওয়ার পর হাত খুলেছেন। তার সঙ্গে এসে যোগ দেন শামীম হোসেন পাটোয়ারী। দুজনের পঞ্চম উইকেট জুটিটা ছিল দুর্দান্ত। বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে এই জুটিতেই। ৩৯ বলে ৭৭ রান উঠেছে এই জুটিতে। লিটন দাস ৫০ বলে ১টি চার ৫টি ছক্কায় ৭৬ রান করে ফিরেছেন। শামীম পাটোয়ারী শেষ ওভারে রান আউট হওয়ার আগে ২৭ বলে ৪৯ রান করেছেন। চার মেরেছেন ৫টি, ছক্কা ২টি।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানে থেমেছে বাংলাদেশ। শ্রীলংকার হয়ে ৩১ রান খরচায় তিন উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর