জিতলে সিরিজ জয়, হারলে সিরিজ হার- এমন সমীকরণ নিয়ে আজ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। ম্যাচে বাংলাদেশের শুরুটা হয়েছে দাপুটে। আগে বোলিং করতে নেমে দলীয় পঞ্চাশের আগেই শ্রীলংকার ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এই চার উইকেটের তিনটিই নিয়েছেন শেখ মাহেদি।
সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা পাননি মাহেদি। তাকে বসিয়ে মেহেদি হাসান মিরাজকে একাদশে রাখা নিয়ে সমালোচনাও হয়েছিল। আজ মিরাজকে বসিয়ে মাহেদিকে একাদশে নিয়েছে বাংলাদেশ। তরুণ স্পিনার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করছেন দারুণ ভাবে। পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকাকে নাস্তানাবুদ করে ছেড়েছেন তরুণ স্পিনিং অলরাউন্ডার।
বুধবার (১৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওভাবে প্রথম ধাক্কাটা দিয়েছেন শরিফুল ইসলাম। ফর্মে থাকা কুশল মেন্ডিসকে সীমানায় ক্যাচ বানান শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারে আক্রমণে ডাকা হয় শেখ মাহেদিকে। আক্রমণে এসে নিজের প্রথম ওভারের পঞ্চম বলে কুশল পেরেরাকে ফেরান মাহেদি।
মাহেদির দারুণ টার্ন বল বুঝতে না পেরে স্লিপে ক্যাচ দিয়েছেন পেরেরা। নিজের পরের ওভারে দিনেশ চান্ডিমালকে ফেরান মাহেদি। মাহেদির বলে বিগ শট গেলে বল আকাশে তুলে দেন অনেকদিন পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া চান্ডিমাল। ইনিংসের অষ্টম ওভারে অধিনায়ক চারিথ আশালাঙ্কাকে রীতিমতো বোকা বানিয়ে বোল্ড করেছেন মাহেদি মাহেদির দারুণ টার্ন বল বুঝতেই পারেননি আশালাঙ্কা। ৪৯ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলে শ্রীলংকা।
উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান অধিনায়ক চারিথ আশালাঙ্কা।