Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সিরিজের জন্য ‘অপরিবর্তিত’ বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৭:২৩ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৭:২৫

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের দলটিই পাকিস্তান সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে। অর্থাৎ অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ।

ঘরোয়া ক্রিকেটে টানা ভালো পারফর্ম করা নুরুল হাসান সোহানের জাতীয় দলে ফেরার আলোচনা শোনা যাচ্ছিল। তবে সিরিজ জেতা দলে পরিবর্তন আনতে চাননি নির্বাচকরা।

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ বাজে কাটলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বাংলাদেশ ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো ক্রিকেট খেলেছে। সেই কারণেই হয়ত দলে পরিবর্তনের কথা চিন্তা করা হয়নি।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২০ জুলাই। সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে- ২২ ও ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিব আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর