Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাংকিংয়ের শীর্ষ দশে মোস্তাফিজ, ইমন-তামিম-জাকেরের বড় উন্নতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৯:৩৭

সর্বশেষ শ্রীলংকা সিরিজের পর চলতি পাকিস্তান সিরিজেও দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ব্যাট-বল দুই বিভাগেই দারুণ পারফর্ম করেছেন ক্রিকেটাররা। তার পুরস্কার মিলল র‌্যাংকিংয়ে। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের।

বুধবার (২৩ জুলাই) র‌্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে বোলিং র‌্যাংকিংয়ে ৯ নম্বরে উঠে এসেছেন পেসার মোস্তাফিজুর রহমান। র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিমেরও।

পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৫ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। দুর্দান্ত বোলিংয়ে ১৭ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ের ৯ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশি পেসার।

বিজ্ঞাপন

ভারতীয় পেসার আর্শদ্বীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন মোস্তাফিজ। র‌্যাংকিংয়ের শীর্ষ দশে উঠার ঘটনা মোস্তাফিজের অবশ্য প্রথম নয়। আগে অনেকবারই শীর্ষ দশে ছিলেন। সম্প্রতি ফর্ম ভালো যাচ্ছিল না। তবে শ্রীলংকা ও পাকিস্তান সিরিজে ভালো বোলিং করে আবারও ফিরলেন সেরা দশে।

৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন স্পিনার শেখ মাহেদি হাসান। ৯ ধাপ এগিয়ে তানজিম হাসান সাকিব উঠে এসেছেন ৩৭তম অবস্থানে। প্রত্যাশিত পারফর্ম করতে না পারা রিশাদ হোসেন ৩ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ২০তম অবস্থানে।

টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৩৭তম অবস্থানে উঠে এসেছেন তরুণ ওপেনার। ২ ধাপ এগিয়ে তাওহিদ হৃদয়ের অবস্থান ৩৯ নম্বরে। দ্বিতীয় টি-টোয়ৈন্টিতে ৫৫ রানের দারুণ কার্যকারী একটা ইনিংস খেলা জাকের আলী অনিক ১৮ ধাপ এগিয়ে ৫৩তম অবস্থানে উঠে এসেছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো