Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সিরিজ: ১ ম্যাচে ৫ পরিবর্তন পছন্দ হয়নি নান্নুর

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২১:০৯

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। সেই কারণেই কিনা সিরিজের শেষ ম্যাচে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, স্কোয়াডের সবাইকে সুযোগ করে দিতেই এতো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ পরিবর্তনের ম্যাচটা বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তারপর থেকে এক ম্যাচ এতো বেশি পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এতো পরিবর্তন পছন্দ হয়নি সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুরও।

দীর্ঘদিন যাবত প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা নান্নু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রামের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

রোববার (২৭ জুলাই) এক প্রশ্নের উত্তরে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে দলে এতো বেশি পরিবর্তন নিয়ে কথা বলেছেন মিনহাজুল আবেদিন নান্নু।

বলেছেন, ‘(টানা দুই সিরিজ জয়) বিরাট অর্জন। যেকোনো সিরিজ জয় সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহস জোগায়। শেষ ম্যাচে অনেকগুলো খেলোয়াড়কে দেখা হয়েছে। এই জায়গায় পরীক্ষা-নিরীক্ষা না করে… পাকিস্তানের সাথে একটা ভালো সিরিজ শেষ করার সুযোগ ছিল, এখানে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করলেও হতো।’

সামনে টি-টোয়েন্টির দুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ, যেটা অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই টুর্নামেন্টকে সামনে রেখে কিভাবে এগুনো দরকার সেই পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক।

নান্নু বলেন, ‘যেহেতু এশিয়া কাপ ও বিশ্বকাপের আর বেশি সময় নেই তাই একটা সম্পূর্ণ ২০ জনের স্কোয়াড প্রস্তুত রেখে এগোনো উচিত। সবচেয়ে ভালো খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত বেশির ভাগ ম্যাচগুলোতে।’

সারাবাংলা/এসএইচএস

মিনহাজুল আবেদিন নান্নু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর