Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে ভেন্যু বাড়ানোর কথা জানাল বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৪:২৩

আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভেন্যু বাড়ানোর আলোচনা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। বিপিএলের নতুন ভেন্যু হিসেবে বগুড়া, রাজশাহীর নাম শোনা যাচ্ছিল। তবে এখনই বগুড়া বা রাজশাহীতে ভেন্যু প্রস্তুত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। তবে বগুড়া, রাজশাহীতে না হলেও আগামী বিপিএলের আগে একটি নতুন ভেন্যু প্রস্তুতের বিষয়ে আশাবাদি বিসিবি বলে জানিয়েছেন তিনি।

বিপিএল আগে অনুষ্ঠিত হতো ঢাকা, চট্টগ্রাম ভেন্যুতে। পরে সিলেট যুক্ত হয়েছে ভেন্যু হিসেবে। তবে সেটাও চাহিদার অল্পেই পুরণ করতে পেরেছে। বিপিএলের এতো সংখ্যাক ম্যাচ পরিচালনার জন্য মাত্র তিনটি ভেন্যু একদমই কম। ফলে বারবারই নতুন ভেন্যু যুক্ত করার প্রসঙ্গে আলোচনা উঠে।

বিজ্ঞাপন

মাসখানেক আগে বিপিএলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুল আনাম। তারপর থেকে বেশ কিছু বিষয়ে তোড়জোড় দেখা যাচ্ছে। এবার নতুন ভেন্যু নিয়ে আলোচনা উঠল।

নতুন ভেন্যু প্রসঙ্গে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘ওইটা (বগুড়া ও রাজশাহীতে বিপিএল) এখনই বোধহয় সম্ভব হবে না। আমরা সামনের বিপিএলের কথা যদি বলি, যে সময় লাগবে ওইগুলো ঠিকঠাক করতে বা আমরা কতদিনে করতে পারব। আমরা মনে হয় না অচিরেই তা সম্ভব হবে। তবে আমাদের চিন্তা ভাবনায় আছে ভবিষ্যতে হোম অ্যান্ড অ্যাওয়ের যে কনসেপ্টটা এটাতে গিয়ে দাঁড়ানোরে। এ বছরে বিপিএল যদি একটা অতিরিক্ত মাঠে করতে পারি— তিনটা থেকে চারটি ভেন্যু করতে পারি, খুবই ভালো হবে। আমরা আশা করছি যে করতে পারব।’

৬ কিংবা ৭টি আলাদা-আলাদা ভেন্যু থাকলে বিপিএলকে অন্য লেভেলে নেওয়া যাবে বলে মনে করছেন ফাহিম। তিনি বলেন, ‘এভাবে সামনের বছর যদি আরও একটা ভেন্যু যুক্ত হয়—একটা সময় গিয়ে যদি আমরা ৬ কিংবা ৭ দল নিয়ে বিপিএল করি, ভবিষ্যতে আমাদের ৬ কিংবা ৭টা ভেন্যু থাকতে পারে। তখন বিপিএল একটা অন্য লেভেলে চলে যেতে পারে।’

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়ানোর কথা আগামী বিপিএল।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর