আম্পায়ারিংয়ের ডেভেলপমেন্ট ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বাংলাদেশের ৭ জন আম্পায়ার অংশ নিতে যাচ্ছেন এই ওয়ার্কশপে।
আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত হবে এই ওয়ার্কশপ। আইসিসির প্যানেলে থাকা বাংলাদেশের আম্পায়াররা ইতোমধ্যেই শ্রীলংকায় গিয়ে পৌঁছেছেন।
বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে আইসিসি প্যানেলে আছেন- মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভির আহমেদ, মাহবুব আলি খান সুমন এবং নারী আম্পায়ারদের মধ্যে আছেন সাথিরা জাকির জেসি, সাথিরা জাকির, ডলি রানি, চম্পা চাকমা ও রোকেয়া সুলতানা মিশু।
ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগের খেলা পরিচালনায় ব্যস্ত থাকায় এই ওয়ার্কশপে থাকতে পারছেন না আম্পায়ার গাজী সোহেল। তবে বাকি ৭জনই গেছেন ওয়ার্কশপে অংশ নিতে।
জানা গেছে, ওয়ার্কশপ শেষে আগামী বুধবার দেশে ফিরবেন বাংলাদেশি আম্পায়াররা।