Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ দেখা যাবে টি-স্পোর্টসে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ২৩:১৫

কদিন পর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়া কাপের আগে এটাকেই মনে করা হচ্ছে শেষ প্রস্তুতি। এই সিরিজ দেখা যাবে টি-স্পোর্টসে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। পরে টি-স্পোর্টসের বিপণন বিভাগও নিশ্চিত করেছে খবরটি।

গত ১১ আগস্ট মিডিয়া স্বত্ত্বের জন্য প্রস্তাব আহ্বান করেছিল বিসিবি। স্বত্ত্বের জন্য নূন্যতম মূল্য নির্ধারণ করা হয় দুই কোটি টাকা। টি-স্পোর্টস এই অঙ্কের কাছাকাছি টাকায় সম্প্রচার স্বত্ব পেয়েছে বলে জানা যাচ্ছে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৭ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৩০ আগস্ট। বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর