Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশে নেদারল্যান্ডস দল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৮:০৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ২০:১৩

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকালে ঢাকায় পৌঁছে সেখান থেকে সরাসরি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা হন ডাচরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। এই সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি)-র অংশ নয়। এই সময়ে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু শেষ সময়ে সেটি ভেস্তে গেলে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষ হওয়ার পরপরই বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে যাবে এশিয়া কাপ খেলতে।

বিজ্ঞাপন

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আয়ারল্যান্ডের এটা প্রথমবার বাংলাদেশ সফরে আসা। এর আগে ডাচরা অবশ্য দুইবার এসেছিল বাংলাদেশে। তবে সেটা আইসিসি ইভেন্টে। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

২০১২ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেদারল্যান্ডস সফর করেছিল বাংলাদেশ দল। পাঁচ ম্যাচের সেই সিরিজে একটা ম্যাচ জিতেছিল নেদারল্যান্ডস। বাকি চার ম্যাচ জেতে বাংলাদেশ।

সিলেটে এবারের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ৩০ আগস্ট। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

নেদারল্যান্ডস দল:

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রোস, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাঞ্জে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, শরিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্র্যাট, টিম প্রিংগল।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর