দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবারই প্রথম বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। এর আগেও অবশ্য দুবার বাংলাদেশে এসেছেন ডাচরা। তবে সেটা দ্বিপক্ষীয় সিরিজ নয়, ছিল আইসিসির ইভেন্ট। প্রথমবার বাংলাদেশ সফরে এসে সিরিজ জয়ের কথা বলছেন ডাচরা।
দলটির অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, নিজেরা নিজেদের ভালো খেলাটা খেলতে পারলে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিততে পারেন তারা।
৩০ আগস্ট মাঠে গড়াবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি। আজ সংবাদ সম্মেলনে স্কট এডওয়ার্ডস বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা সব সময় যেকোনো সিরিজ জেতার মানসিকতা নিয়েই মাঠে নামি এবং ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা করি। যদি আমরা যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে আমাদের জেতার শতভাগ সুযোগ আছে।’
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের কলকাতায় বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল নেদারল্যান্ডস। যদিও সেটা ভিন্ন ফরম্যাট তবু সেই আত্মবিশ্বাসটা সঙ্গেই থাকবে বলেছেন ডাচ অধিনায়ক।
এডওয়ার্ডস বলেন, ‘হ্যাঁ এবং না (ওই ম্যাচ থেকে পাওয়া বিশ্বাস আছে কিনা)। এটি অবশ্যই একটি ভিন্ন ফরম্যাট এবং ভিন্ন দেশ, কিন্তু যখন আপনি কোনো নির্দিষ্ট দেশের বিপক্ষে ম্যাচ জেতেন, তখন তা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। উভয় দলেরই ওই দল থেকে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আমরা সম্প্রতি যে ক্রিকেট খেলছি, তাতে আমরা আত্মবিশ্বাসী।’
বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছে নেদারল্যান্ডস। তাতে নিজেদের দেশে বাংলাদেশকে একবার হারিয়েছিলেন ডাচরা। বাকি চার ম্যাচ জিতেছে বাংলাদেশ।
এবারের সিরিজটা বাংলাদেশের মাটিতে ফলে কন্ডিশনের সুবিধা পুরোটাই পাবে লিটন দাসের দল। শক্তির বিচারেও ডাচদের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ।
স্কট এডওয়ার্ডস বলেন, ‘বাংলাদেশ অবশ্যই একটি খুব ভালো দল, বিশেষ করে তাদের ঘরের মাঠে। আমরা বাংলাদেশের মান সম্পর্কে জানি এবং এটাও জানি যে জিততে হলে আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে। ভিন্ন একটি দেশে খেলতে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, বাংলাদেশ আমাদের চেয়ে কন্ডিশন সম্পর্কে অনেক বেশি জানে। আমাদের খুব দ্রুত মানিয়ে নিতে হবে এবং কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে হবে, যা এখানকার জন্য আলাদা।’