ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল মোটেও ধারাবাহিক নয়। সর্বশৈষ দুই সিরিজে অবশ্য ভালো ক্রিকেট খেলেছে লিটন দাসের দল। তবে তার আগে সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। একদিন পর শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।
শক্তির বিচারে নেদারল্যান্ডস অনেক পিছিয়ে। তবুও তাদের হালকা ভাবে নিতে নারাজ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। লিটনের ভাষায়, খেলা-হার জিত থাকবেই। তবে দল কিভাবে খেলছে সেটা তার কাছে গুরুত্বপূর্ণ।
৩০ আগস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আজ সাংবাদিকদের লিটন বলেন, ‘বাংলাদেশ আগেও অনেক দলের কাছে হেরেছে, এটা নতুন কিছু নয়। যদি হেরেও যাই, হারতেই পারি। দুইটা দল খেলতে এসেছে, একটা জিতবে, একটা হারবে। আসল বিষয় হলো আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি।’
শক্তির বিচারে নেদারল্যান্ডস পিছিয়ে থাকলেও লিটনের ভাষায় আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল, বড় দল বলে কিছু নাই। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছোট দল বলে কিছু নেই। আমরা সবসময় জেতার জন্য খেলি। এবারও জেতার লক্ষ্য নিয়েই নামব।’
সিরিজের আগে নতুন পাওয়ার হিটিং কোচের সঙ্গে টানা কাজ করলেন বাংলাদেশি ক্রিকেটাররা। কিভাবে দ্রুত রান তোলা যায়, বড় শট খেলা যায় সেই দীক্ষা নিয়েছেন ক্রিকেটাররা।
কতটা উন্নতি হলো নেদারল্যান্ডস সিরিজে বুঝা যাবে বললেন লিটন, ‘দুই-তিন দিনের সেশনে বড় উন্নতি সম্ভব নয়। আমরা যারা এতদিন ধরে খেলছি, তাদের একটা নিজস্ব প্যাটার্ন আছে। তবে কোচের কিছু নতুন ভাবনা এসেছে, যেগুলো নিয়ে আমরা কাজ করেছি। দেখা যাক, নেদারল্যান্ডস সিরিজ দিয়েই বোঝা যাবে আমরা কতটা এগিয়েছি।’