অনেকটা হুট করেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটা টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজটিকে মনে করা হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি। তবে এশিয়া কাপ নিয়ে ভাবতেই চান না ফিল সিমন্স।
বাংলাদেশের হেড কোচের বার্তা, এই মুহূর্তে শুধু নেদারল্যান্ডসকে নিয়েই শুধু ভাবতে চায় বাংলাদেশ।
এই সময়ে ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ভারত হুট করেই এই সময়ে সিরিজ খেলতে অস্বীকৃতি জানায়। ফলে অনেকটা তাড়াহুড়া করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে বিসিবি।
শনিবার সন্ধ্যায় ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তার আগে আজ সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, ‘চূড়ান্তে পৌঁছানোর আগে আপনাকে প্রাথমিক ধাপগুলো পার করতে হবে। আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না। এশিয়া কাপ তো এর পরে আসবে। এটি একটি আন্তর্জাতিক দলের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ। আমাদের পুরো মনোযোগ এই সিরিজের দিকেই।’
শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেকটা পিছিয়ে নেদারল্যান্ডস। তবে সম্প্রতি পিছিয়ে থাকা দলের বিপক্ষে বাংলাদেশের পা হড়কানোর ঘটনা অনেক। চলতি বছরই সংযুক্ত আরব আমিরাতে গিয়ে সিরিজ হেরেছে বাংলাদেশ।
সিমন্সের কথায় হারলে সমালোচনা হবেই, ‘সমালোচনা তো থাকবেই। আমরা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে হারি,তাহলেও আমাদের সমালোচনা হয়। তাই, তালিকার নিচের দিকের কোনো দলের কাছে হারলে সেটা খারাপ কিছু নয়। কারণ, আমরা যদি সেদিন ভালো খেলতে না পারি, তাহলে আমাদের সমালোচনা প্রাপ্য। আর যদি আমরা ভালো খেলি এবং তারা আমাদের হারায়, তাহলে তাদের জয় প্রাপ্য। তাই, আমরা কার কাছে হারছি সেটা নিয়ে ভাবি না। আমরা কীভাবে খেলি এবং আমরা নিজেদের জন্য কী মানদণ্ড নির্ধারণ করি, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, যদি আমরা সেই মান অনুযায়ী খেলি, তাহলে আমরা জিতব।’
নেদারল্যান্ডস শক্তির বিচারে পিছিয়ে থাকলেও হালকাভাবে নিতে নারাজ সিমন্স। বলেছেন, ‘আমরা তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলছি। যখনই আপনি “আন্তর্জাতিক” শব্দটি ব্যবহার করবেন, তার মানে এটি একটি আন্তর্জাতিক দল। তারা গত দুটি বিশ্বকাপে খেলেছে। বিশ্বকাপে তারা ভালো পারফর্ম করেছে। তাই আমার মনে হয় না যে আমরা কাউকে ছোট করে দেখব। এখনকার বিশ্ব ক্রিকেটে আপনি কাউকে ছোট করে দেখতে পারেন না।’