তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশি বোলিং আক্রমণের সামনে পাত্তাই পাচ্ছে না নেদারল্যান্ডস। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে বড় রান তুলতে পারেনি নেদারল্যান্ডস।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১০৯ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছেন ডাচরা। এখন পর্যন্ত তাসকিন আহমেদ চারটি উইকেট নিয়েছেন। মোস্তাফিজ একটা মাত্র উইকেট নিলেও রান করছ করেছেন কম। পার্ট টাইম বোলার সাইফ হাসান নিয়েছেন দুই উইকেট।
শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্পিন দিয়ে বোলিং শুরু করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইনিংসের প্রথম ওভারে বেশ ভালো বোলিং করেছেন শেখ মাহেদি হাসান। তবে দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে তিন বাউন্ডারি হমজ করেন শরিফুল ইসলাম।
শরিফুলকে সরিয়ে তাসকিন আহমেদের হাতে বল তুলে দিতেই উইকেট পেয়েছে বাংলাদেশ। নিজের করা প্রথম বলেই দারুণ খেলতে থাকা ম্যাক্স ও’ডাউডকে ফেরান তাসকিন। ফেরার আগে ১৫ বলে ২৩ রান করে ডাচ ওপেনার।
অষ্টম ওভারে বোলিংয়ে ফিরে ফের উইকেট পান তাসকিন। এরপর প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরা সাইফ হাসানের হাতে বল তুলে দিয়েও সাফল্য পেয়েছেন লিটন। দুই ওভারে ১৮ রান খরচ করলেও দুটি উইকেট এনে দিয়েছেন সাইফ।
নেদারল্যান্ডস ৮৬ রানে হারায় পঞ্চম উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস। মোস্তাফিজুর রহমান পুরো চার ওভার ধরেই বোলিং করেছেন দুর্দান্ত। ডাচ ব্যাটারদের ক্রিজে আটকে রেখেছেন বাংলাদেশি পেসার। সব মিলিয়ে ১০৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে নেদারল্যান্ডস।