নেদারল্যান্ডসের শুরুটা ভালো হলেও পাওয়ার প্লেতেই উইকেট এনে দেন তাসকিন আহমেদ। তাসকিন পরেও ভুগিয়েছেন ডাচদের। মোস্তাফিজুর রহমানের বোলিংয়ের জবাবই দিতে পারেনি সফরকারীরা। পার্ট টাইম বোলার সাইফ হাসান এসে মাঝে দুই উইকেট এনে দিয়েছেন। সব মিলিয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে অল্পতেই আটকে দিয়েছে বাংলাদেশ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। চার উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশি পেসারের ক্যারিয়ার তৃতীয় সেরা বোলিং এটা। মোস্তাফিজুর রহমান একটা উইকেট পেলেও ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১৯টি।
শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্পিন দিয়ে বোলিং শুরু করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইনিংসের প্রথম ওভারে বেশ ভালো বোলিং করেছেন শেখ মাহেদি হাসান। তবে দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে তিন বাউন্ডারি হমজ করেন শরিফুল ইসলাম।
শরিফুলকে সরিয়ে তাসকিন আহমেদের হাতে বল তুলে দিতেই উইকেট পেয়েছে বাংলাদেশ। নিজের করা প্রথম বলেই দারুণ খেলতে থাকা ম্যাক্স ও’ডাউডকে ফেরান তাসকিন। ফেরার আগে ১৫ বলে ২৩ রান করে ডাচ ওপেনার।
অষ্টম ওভারে বোলিংয়ে ফিরে ফের উইকেট পান তাসকিন। এরপর প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরা সাইফ হাসানের হাতে বল তুলে দিয়েও সাফল্য পেয়েছেন লিটন। দুই ওভারে ১৮ রান খরচ করলেও দুটি উইকেট এনে দিয়েছেন সাইফ।
নেদারল্যান্ডস ৮৬ রানে হারায় পঞ্চম উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস। মোস্তাফিজুর রহমান পুরো চার ওভার ধরেই বোলিং করেছেন দুর্দান্ত। ডাচ ব্যাটারদের ক্রিজে আটকে রেখেছেন বাংলাদেশি পেসার।
সব মিলিয়ে বেশিদূর এগুতে পারেনি নেদারল্যান্ডস। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে আটকে গেছেন ডাচরা।