নেদারল্যান্ডসের বিপক্ষে ১৩৬ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে উড়ন্ত। ইনিংসের প্রথম তিন বলে দুই চার, এক ছক্কা হাঁকান তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। ইমনের ইনিংসটা অবশ্য বড় হয়নি। অপর ওপেনার তানজিদ হাসান তামিম অনেকক্ষণ ক্রিজে ছিলেন বটে কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। তবে অধিনায়ক লিটন দাস আজ দাপট দেখাচ্ছেন ব্যাট হাতে। যাতে সহজ জয়ের পথে বাংলাদেশ।
নেদারল্যান্ডসের ১৩৬ রানের জবাব দিতে নেমে ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১২৪ রান। ৫৪ রানে ব্যাট করছেন লিটন দাস। তার সঙ্গে ২৪ রানে অপরাজিত সাইফ হাসান।
শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের ১৩৬ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে উড়ন্ত। ইনিংসের প্রথম তিন বলে দুটি চার, একটি ছক্কা হাঁকান তরুণ ওপেনার। ইমন ঝড় অবশ্য লম্বা হয়নি। ৯ বলে ১৫ রান করে সরাসরি বোল্ড হয়েছেন।
অপর ওপেনার তানজিদ হাসান তামিম অনেকক্ষণ ক্রিজে ছিলেন। তবে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে পারেননি। অবশ্য দুই ওপেনারের ব্যর্থতা টেরই পেতে দেননি লিটন দাস ও সাইফ হাসান।
লিটন ক্রিজে নামার পর থেকেই চালিয়ে খেলেছেন। দারুণ ব্যাটিংয়ে ২৯ বলে ৬টি চার ২টি ছক্কায় ৫৪ রানে অপরাজিত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। প্রায় দুই বছর পর জাতীয় দলে ডাক পাওয়া সাইফ হাসান বল হাতে দুটি উইকেট এনে দেওয়ার পর ব্যাট হাতেও দাপট দেখিয়ে যাচ্ছেন।
তানজিদ তামিম ২৪ বলে ২৯ রান করে ফেরার পর ক্রিজে নেমে প্রথম ৭ বলে ৪ রান করেছিলেন সাইফ। তবে তারপর ব্যাটে রীতিমতো ঝড় তুলেছেন। ২২ রানে অপরাজিত আছেন সাইফ।