Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফটির রেকর্ডে সাকিবের পাশে লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ২২:০৮ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ০২:৫৭

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। মাত্র ১৩.৩ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ২৯ বলে ৫৪ রানের দারুণ একটা ইনিংস খেলে এই জয়ে দারুণ অবদান রেখেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। লিটন আজ একটা দারুণ কীর্তিও গড়েছেন।

আজকের ফিফটিটি টি-টেয়েন্টি ক্যারিয়ারে লিটনের ১৩তম ফিফটি। টি-টোয়েন্টিতে ১৩টি ফিফটি নিয়ে এতোদিন এককভাবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ফিফটির মালিক ছিলেন সাকিব আল হাসান। আজ সাকিবকে ধরে ফেললেন লিটন দাস।

সাকিব ১২৯ ম্যাচ খেলে ১৩ ফিফটি করেছেন। লিটন ১০৮তম ম্যাচে সাকিবকে ধরে ফেললেন। বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়কের সামনে এখন সুযোগ সাকিবকে ছাড়িয়ে যাওয়ার।

বিজ্ঞাপন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আগে বোলিং করে নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদ ২৮ রান খরচায় নেন চার উইকেট। পরে লিটনের ৫৪ ও দুই বছর পর জাতীয় দলে ফেরা সাইফ হাসানের ১৯ বলে ৩৬ রানের ইনিংসে ১৩.৩ ওভারেই ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে বল হাতে দুটি উইকেটও পাওয়া সাইফ হাসানই আজ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর