তারিখটা মনে আছে?
৬ জুলাই ২০১৮ ১৯:৪৫
।। স্পোর্টস ডেস্ক ।।
৬ জুলাই। ক্যালেন্ডারের আর দশটা তারিখের মতো হয়তো এই দিনটাও। তবে, ফুটবল ভক্তদের জন্য দিনটি বিশেষ। কারণ এই দিনই প্রথম রিয়াল মাদ্রিদে মাঠভর্তি সমর্থকদের সামনে এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা তারকা। তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো। যার উপস্থিতি দেখতে স্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে জড়ো হয়েছিল ৯০ হাজার দর্শক।
দেখতে দেখতে কেটে গেছে নয় বছর। সাদা জার্সি গায়ে গোলের পর গোল করে গেছেন, ট্রফির পর ট্রফি দিয়ে রিয়াল মাদ্রিদের শো’কেজ ভরে দিয়েছেন এই পর্তুগিজ জীবন্ত কিংবদন্তি। দু’হাত ভরে যা দেয়া সম্ভব তাই দিয়েছেন। এনে দিয়েছেন ক্লাব পর্যায়ে সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়নস লিগ ট্রফি এক হালি। রাজসিক সাদা জার্সিতে নিজেও জিতেছেন চার চারটি ব্যালন ডি’অর।
বলতে গেলে রিয়াল মাদ্রিদের মিশেল প্লাতিনির পর সেরা ফুটবলার সিআরসেভেন। ২০০৯ সালের ১ জুলাই স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি করে তার চারদিন পর ভক্তদের সামনে আসেন। আর দর্শক ভর্তি মাঠে ২৪ বছর বয়সী এই তারা বলেছিলেন, ‘আমার স্বপ্ন সত্যি হয়েছে এই ক্লাবে আসতে পেরে।’
দেখতে দেখতে কেটে গেছে নয় বছর। এবার চ্যাম্পিয়নস লিগ জেতার পরই রিয়াল ছাড়ার গুঞ্জন মাথা চাড়া দিয়ে উঠেছিল। সেটা সত্যি হলো। ইতালির পরাশক্তি জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন তিনি। এখন ফুটবল সমর্থকরা চায় এই সিআরসেভেনের রাজসীক বিদায়।
রোনালদোর ফেয়ারওয়েল অনুষ্ঠান:
এর আগে রিয়াল মাদ্রিদে কিংবদন্তির বিদায়গুলো হয়েছে করুন। চোখের জলে বিদায় নিয়েছিলেন ইকার ক্যাসিয়াস। সেই ভুলের পথে হয়তো পা বাড়াবে না রিয়াল মাদ্রিদ।
হাতভরে এতো এতো পুরস্কার যার হাত ধরেই তাকে রিয়াল চাইবে ক্লাব ইতিহাসের সেরা বিদায় জানানোর। এখন অপেক্ষাটা রাজসীক বিদায়ের।
সারাবাংলা/জেএইচ