নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে ম্যাচসেরা তাসকিন আহমেদ।
আগে বোলিং করে নেদারল্যান্ডসকে ১৩৬ রানেই আটকে রাখে বাংলাদেশ। যার বড় কীর্তিত্ব তাসকিনের। ব্যাটিং সহায়ক উইকেটে ২৮ রান খরচায় চারটি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি পেসার। ম্যাচ শেষে তাসকিন বললেন, নিজের প্রক্রিয়া ঠিক রেখে বোলিং করে যেতে চেয়েছেন। সাফল্য মিলেছে তাতেই।
বাংলাদেশি পেসার বলেন, ‘উইকেট খুব ভালো ব্যাটিংয়ের জন্য। মাঠে শিশিরেরও প্রভাব ছিল। এসব মাথায় রেখে আমি নিজের প্রক্রিয়া ঠিক রেখেছি। এর সঙ্গে কিছু বৈচিত্র কাজে লাগিয়েছি।’
চোটের কারণে অনেকদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাসকিনকে। চোট কাটিয়ে পাকিস্তান সিরিজ খেলেছেন। তবে সেরা রিদমে দেখা যাচ্ছিল না তারকা পেসারকে। তাছাড়া তার কিছুটা মুটিয়ে যাওয়া নিয়েও কথা হচ্ছিল।
কঠোর পরিশ্রমে নিজেকে আবারও চেনা রূপে নেওয়ার চেষ্টা তাসকিনের। বললেন অনেকটা পেরেছেনও, ‘এমন ম্যাচ কাটানো সবসময়ই গ্রেট ফিলিং। বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচেই যদি এমন হয়। এছাড়া চোটে পড়ার পর আমি রিদম ফিরে পেতে সমস্যা হচ্ছিল। দিনে দিনে এটি ভালো হচ্ছে এখন। এটি নিয়ে কাজ করছি। প্রক্রিয়া অনুসরণ করছি।’
কঠোর পরিশ্রম করে ফল পাচ্ছেন বলেছেন বাংলাদেশের তারকা পেসার, ‘গত কয়েক সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি। আর কঠোর পরিশ্রম নিশ্চিতভাবেই একসময় ফল বয়ে আনবে। সেটিই এখন পেলাম।’