Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসুম-তাসকিন-মোস্তাফিজ ঝলকে একশ পেরুতেই অলআউট নেদারল্যান্ডস

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩২

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নেদারল্যান্ডসকে প্রথমে বোলিংয়ে কাবু করেছে বাংলাদেশ, পরে ব্যাটিংয়ে। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও িএকই ভাবে এগুচ্ছে বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি বোলিং আক্রমণের বিপক্ষে সেভাবে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ড।

আজ আরও বেশি দাপট দেখিয়েছেন  বাংলাদেশি বোলাররা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ১০৩ রানেই নেদারল্যান্ডসকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অর্থাৎ আজ ব্যাটিংয়ে ১০৪ রান করতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হবে লিটন কুমার দাসের দলের।

বিজ্ঞাপন

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। লেগস্পিনার রিশাদ হোসেনের বদলে অফস্পিনার নাসুম আহমেদ ও পেসার শরিফুল ইসলামের বদলে অপর পেসার তানজিম হাসান সাকিবকে একাদশে রাখা হয়। দুজনই ভালো বোলিং করেছেন নাসুম উইকেট নিয়েছেন তিনটি, সাকিব একটি।

পরপর দুই বলে দুই উইকেট নিয়ে উইকেটের সূচনাটাও করেন নাসুম। তৃতীয় ওভারে বোলিং করতে এসে পরপর দুই বলে উইকেট এনে দেন নাসুম। ওভারের দ্বিতীয় বলে ম্যাক্স ও’ডাউডকে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানানোর পর তৃতীয় বলে তেজা নিদামানুরুকে পারভেজ হোসেনের ক্যাচ বানান তরুণ স্পিনার।

ষষ্ঠ ওভারে বিক্রমজিৎ সিংকে স্লো বল বোকা বানান তাসকিন আহমেদ। ৩৭ রানে তৃতীয় উইকেট হারায় নেদারল্যান্ডস। ডাচদের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডকে ফেরান মোস্তাফিজুর রহমান। ১১ বলে ৯ রান করা আইরিশ অধিনায়ককে পারভেজ হোসেন ইমনের ক্যাচ বানান মোস্তাফিজ।

ইনিংসের দশম ওভারে পরপর দুই বলে দুই উইকেট পেয়েছে বাংলাদেশ। ওভারের চতুর্থ বলে নোয়াহ ক্রসকে রান আউট করেন সাইফ হাসান। তানজিম হাসান সাকিবের পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন শারিজ আহমেদ। খানিক বাদে সিকান্দার জুলফিকুরকে সরাসরি বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। ৬৫ রানে সপ্তম উইকেট হারায় নেদারল্যান্ডস।

একটা সময় নেদারল্যান্ডসের স্কোর হয়ে পরে ৮১/৯। সেখান থেকে ডাচরা একশ পেরুতে পারল মূলত আরিয়ান দত্তের ব্যাটে। নয় নম্বরে ব্যাটিং করতে নেমে ২৪ বলে ২ চার ১ ছয়ে ৩০ রান করেন আরিয়ান। শেখ মাহেদির বলে দশম ব্যাটার হিসেবে বোল্ড হয়েছেন আরয়ান। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন বিক্রমজিৎ সিং।

১৭.৩ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট নেন নাসুম আহমেদ। তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রান খরচ করে এবং মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ১৯ রান খরচ করে নিয়েছেন ২টি করে উইকেট। একটা করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও শেখ মাহেদি হাসান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

বিজ্ঞাপন

হুয়াওয়ে টেকনোলজিসে চাকরি
২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২০

নিয়োগ দেবে উত্তরা মটরস
২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৭

ওয়েভ ফাউন্ডেশনে কাজের সুযোগ
২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১০

আরো

সম্পর্কিত খবর