বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়াতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিভাগ থেকে পরিচালকের পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন। ঢাকা বিভাগ থেকে পরিচালক হবেন মোট দুই জন। বিপরীতে প্রার্থী হয়েছিলেন বুলবুল, নাজমুল আবেদীনসহ তিনজন। অপর প্রার্থী এসএম আবদুল্লাহ আল রেদোয়ানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথ সুগোম হয়েছে বুলবুল, ফাহিমের।
রেদোয়ানের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রসঙ্গে রিটার্নিং অফিসার শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা বিভাগ থেকে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একটি বাতিল হয়েছে। সেটি হলো জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এসএম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের।’
কেন বাতিল হলো তার ব্যাখ্যায় তিনি বলেন, ‘মনোনয়ন ফরমে যে সমর্থনকারী কাউন্সিলরের স্বাক্ষর দেওয়া হয়েছিল, সেটি তার কাউন্সিলরশিপ ফরমে দেওয়া স্বাক্ষরের সঙ্গে পুরোপুরি অমিল পাওয়া গেছে।’
মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত।