Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কত দামে বিক্রি হলেন সাকিব-তাসকিন?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৫:১১

অনিশ্চয়তা শেষে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

প্রথম ডাকে সাকিব-তাসকিন দুজনের একজনও দল পাননি। অবিক্রিত ক্রিকেটারদের নিয়ে পরে আবারও নিলাম আয়োজন করা হয়। তাতে সাকিবকে নিয়েছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। তাসকিনকে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

তাসকিন যে দামে দল পেয়েছেন সাকিব পেয়েছেন তার অর্ধেক দাম। এমআই এমিরেটস সাকিবকে ৪০ হাজার মার্কিন ডলারে কিনেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৯ লক্ষ টাকা। অপর দিকে তাসকিনকে শারজাহ ওয়ারিয়র্স ৮০  হাজার মার্কিন ডলারে কিনেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৮ লক্ষ টাকা।

বিজ্ঞাপন

সাকিবের দল এমিরেটসে আছেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, ফজলহক ফারুকি, কামিন্দু মেন্ডিস, উসমান খান, আল্লাহ গজনফর, রোমারিও শেফার্ড, মোহাম্মদ ওয়াসিম, আন্দ্রে ফ্লেচারের মতো তারকা ক্রিকেটার।

অপর দিকে তাসকিনের দল শারজার স্কোয়াডে আছেন সিকান্দার রাজা, টিম ডেভিড, আদিল রশিদ, টিম সাউদি, দিনেশ কার্তিক, জনসন চার্লস, সৌরভ নেত্রভালকার, জেইডেন সিলস, ডোয়াইন প্রিটোরিয়াস, রিচার্ড এনাগারাভা।

২০২৩ সালে যাত্রা শুরু হয়েছিল আইএল টি-টোয়েন্টি লিগের। তবে এবারই প্রথম নিলাম অনুষ্ঠিত হলো। নিলামে ভারতের রবিচন্দ্রন অশ্বিন, পাকিস্তানের মোহাম্মদ আমির, সায়েব আইয়ূব, মোহাম্মদ নাওয়াজ, ইংল্যান্ডের জেসন রয়ের মতো  ক্রিকেটাররা দল পাননি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে ওয়েভ ফাউন্ডেশন
১৩ অক্টোবর ২০২৫ ০৯:১৭

আরো

সম্পর্কিত খবর